কুমিল্লায় ইয়াবাসহ পিচ্চি মাসুম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ।।
কুমিল্লা কোটবাড়ি এলাকার ত্রাস ও অস্ত্র,মাদক,মারামারিসহ পাঁচ মামলার আসামী পিচ্চি মাসুমকে ইয়াবা সহকারে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এস.আই ফেরদৌস সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার দিবাগত রাত পোনে ১টায় কোটবাড়ি বিশ্বরোড থেকে ১’শ ৪৭ পিচ ইয়াবা এবং মাদক বিক্রিত ৯’শ টাকাসহ পিচ্চি মাসুমকে গ্রেফতার করে। সালমানপুরে আব্দুল মমিনের ছেলে পিচ্চি মাসুম কুমিল্লা কোটবাড়ি পর্যটন এলাকার বিভিন্ন অপকর্মের মূলহোতা বলে জানায় স্থানীয়রা। তার গ্রেফতারের খবরে স্বস্তি ফিরেছে এলাকাবাসির মাঝে।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সদর দক্ষিণ মডেল থানা এলাকায় কোন মাদক ব্যবসায়ীর স্থান নেই। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page