মো. জহিরুল হক বাবু।।
অনিয়মের অভিযোগে কুমিল্লার চারটি হাসপাতালের সেবা দেয়া বন্ধ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সেই সাথে অভিযুক্ত হাসপাতালগুলোকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন।
সোমবার দিনভর অভিযান চালিয়ে হাসপাতালগুলোর সমস্যা চিহ্নিত করে সেগুলো বন্ধ করা হয়।
অনিয়মের অভিযোগে বন্ধ ঘোষণা করা হাসপাতালগুলো হলো কুমিল্লা নগরীর সদর হাসপাতাল সংলগ্ন ফেয়ার কনসালটেশন ও ডায়গনস্টিক সেন্টার, চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজারের হেলথ মেডিকেল সেন্টার, নিউ পপুলার ডায়াগনষ্টিক সেন্টার ও অলি আহমেদ ডায়াগনস্টিক সেন্টার।
কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় অনিবন্ধিত এবং সরকারী নির্দেশনা উপপেক্ষা করে যেসব হাসপাতাল ও ডায়গস্টিক সেন্টার খোলা থাকবে সেগুলোর বিষয়ে অভিযান হবে। আপাতত যেগুলো বন্ধ করা হলো তারা যদি সব আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তবে তাদের প্রতিষ্ঠান খোলার অনুমতি পাবে। অন্যথায় তারা যদি অনিয়মের আশ্রয় নিয়ে আবারো প্রতিষ্ঠানগুলো খোলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো দেখুন:You cannot copy content of this page