কুমিল্লায় সদর দক্ষিণে অগ্নিকান্ডে চারটি ঘর ভষ্মিভূত; পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মাজহারুল ইসলাম নোমান
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের জগমোহনপুর (সুয়ারখিল) বসতবাড়ি চারটি ঘর পুড়ে গেছে। শনিবার ২১শে আগষ্ট দুপুরে আনুমানিক ২টায় আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয়দের প্রায় দেরঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সুয়ারখিল গ্রামের মোঃ মোস্তফার দুই ছেলে সুমন স্বপন সহ , খোরশেদ আলম এর ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবলীগ নেতা বিল্লাল হোসেন জানান, আগুনে ভয়াবহতায় ঘরগুলোর সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আরেক প্রত্যক্ষদর্শী মিনহাজ জানান আমরা আমরা এসে দেখি পুরো ঘরে আগুন জ্বলছে তাই ফায়ার সার্ভিসেরর সাথে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করি।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান আগুনে তাদের সবকিছু শেষ হয়ে গেছে। তারা এখন নিঃস্ব।

ফায়ার সার্ভিসের সদর দক্ষিণ স্টেশন অফিসার নুরুল করিম জানান তারা ঘটনাস্থলে এসে দের ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করে। ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করা হচ্ছে।
আগুনের সুত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, তদন্ত চলমান কেউ লাগিয়েছে কি না বা সুত্রপাত কোথায় থেকে তা বের করার চেষ্টা করছি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page