কুমিল্লায় ‘হাতুড়ি গ্রুপের’ এর মূল হোতা সুজনসহ পাঁচ সদস্য গ্রেফতার; হাতুড়ি জব্দ

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন দূর্গাপুর এলাকায় বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ‘হাতুড়ি গ্রুপ’ এর মূল হোতা মেহেদী হাসান সুজন প্রকাশ্যে ক্যাডার সুজনসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি দল শনিবার (১০ ডিসেম্বর) ভোরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন দূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ২ টি চাপাতি, ৩ টি সুইচ গিয়ার, ২ টি শর্টগানের কার্তুজ, ১ টি ছোরা, ৪ টি লোহার রড, ৩ টি হাতুড়ি ও ৩ টি লাঠিসহ ‘হাতুড়ি গ্রুপ’ এর মূল হোতাসহ সক্রিয় পাঁচ সদস্য গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলোঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার দূর্গাপুর গ্রামের মোঃ আমির আলী এর ছেলে মেহেদী হাসান সুজন @ক্যাডার সুজন (২৫), একই গ্রামের মোঃ আবুল কাশেম এর ছেলে মোঃ ফারুক হোসেন (২৫), মৃত তরব আলী এর ছেলে মোঃ ইসমাইল হোসেন (৩৫), একই থানার ধনিজকরা গ্রামের মৃত শফিকুল ইসলাম এর ছেলে মোঃ তারিকুল ইসলাম @ তারেক (২০) ও একই গ্রামের মৃত আব্দুল করিম এর ছেলে মোঃ জাকির হোসেন (২০)।

আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সকলেই ‘হাতুড়ি গ্রুপ’ এর সক্রিয় সদস্য। তারা দেশীয় অস্ত্রের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে মারামারি, চাঁদাবাজি, ত্রাস সৃষ্টিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড সম্পাদন করে থাকে।

আরো জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত গ্রুপের মূলহোতা মেহেদী হাসান সুজন প্রকাশ্যে ক্যাডার সুজনের বিরুদ্ধে পূর্বে ফেনী জেলার ফেনী সদর থানায় হত্যাচেষ্টার একটি মামলা রয়েছে এবং সে এই মামলার এজাহারভুক্ত প্রধান আসামী।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page