০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ের মোকাম ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন লাকসামে মরহুম মৌলভী মোহাম্মদ আলী মাষ্টারের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অবশেষে বন্ধ হলো পদুয়ার বাজার ইউটার্ন; হানিফ পরিবহনের বিরুদ্ধে মামলা দাউদকান্দিতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য; দশ মামলার আসামী সোহাগ গ্রেপ্তার কুমিল্লায় ‘আল-বারাকা’ বাসের চাপায় ‘পাপিয়া’ বাসের হেলপার নিহত কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৭ সদস্য গ্রেফতার, দেশি অস্ত্র জব্দ দাউদকান্দিতে আলোচিত মামুন সম্রাট হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার একসাথে চার কবর: ইউটার্নে নিভে গেলো কুমিল্লার এক আলোকিত পরিবার বৃদ্ধ বাবা-মাকে নিয়ে কুমিল্লায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন দুই ছেলে, পথে ৪ জনই নিহত কুমিল্লার লালমাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ২৫ বছরের প্রবাসের অর্জন লুট

কুমিল্লায় ১২ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না দেলোয়ারের

  • তারিখ : ১১:০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • 3

নেকবর হোসেন।।
কুমিল্লা সদর দক্ষিণ দেশ ত্যাগ করে দীর্ঘ ১২ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না মাদক কারবারি দেলোয়ার হোসেনের (৪৮)।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেফতার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।

কুমিল্লা সদর দক্ষিণ থানার আমীর হোসেনের ছেলে দেলোয়ার হোসেন গ্রেফতার।

ওসি দেবাশীষ চৌধুরী জানান, একের পর এক মাদকসহ গ্রেফতার হওয়ার পর জামিনে গিয়ে মামলা থেকে বাঁচার জন্য নিজ এলাকার সীমান্তবর্তী ভারতীয় এলাকায় চলে যান দেলোয়ার। সেখানে গিয়ে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি বসবাস করা শুরু করেন। হঠাৎ বাড়িতে এলেও সেখানে অবস্থান করতেন না তিনি। মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে এসআই মনিরুল ইসলাম আসামির আগমনের সংবাদ গোপনে পেয়ে দ্রুত মান্দারী গ্রামে যান এবং কৌশলে তাকে গ্রেফতার করেন।

তখন নিজেকে স্ট্রোকের রোগী পরিচয় দিয়ে অসুস্থতার ভান করেন দেলোয়ার। এরপর তাকে এনে উপজেলা হাসপাতালে ডাক্তার দেখানো হয়। ডাক্তার তার প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করেন এবং শারীরিক অবস্থা ভালো আছে জানান। তার বিরুদ্ধে থানায় দুই মামলায় যথাক্রমে ৩ বৎসর ও ৫ বৎসরের সশ্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত পরোয়ানা ছিল। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কুমিল্লায় ১২ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না দেলোয়ারের

তারিখ : ১১:০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২

নেকবর হোসেন।।
কুমিল্লা সদর দক্ষিণ দেশ ত্যাগ করে দীর্ঘ ১২ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না মাদক কারবারি দেলোয়ার হোসেনের (৪৮)।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেফতার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।

কুমিল্লা সদর দক্ষিণ থানার আমীর হোসেনের ছেলে দেলোয়ার হোসেন গ্রেফতার।

ওসি দেবাশীষ চৌধুরী জানান, একের পর এক মাদকসহ গ্রেফতার হওয়ার পর জামিনে গিয়ে মামলা থেকে বাঁচার জন্য নিজ এলাকার সীমান্তবর্তী ভারতীয় এলাকায় চলে যান দেলোয়ার। সেখানে গিয়ে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি বসবাস করা শুরু করেন। হঠাৎ বাড়িতে এলেও সেখানে অবস্থান করতেন না তিনি। মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে এসআই মনিরুল ইসলাম আসামির আগমনের সংবাদ গোপনে পেয়ে দ্রুত মান্দারী গ্রামে যান এবং কৌশলে তাকে গ্রেফতার করেন।

তখন নিজেকে স্ট্রোকের রোগী পরিচয় দিয়ে অসুস্থতার ভান করেন দেলোয়ার। এরপর তাকে এনে উপজেলা হাসপাতালে ডাক্তার দেখানো হয়। ডাক্তার তার প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করেন এবং শারীরিক অবস্থা ভালো আছে জানান। তার বিরুদ্ধে থানায় দুই মামলায় যথাক্রমে ৩ বৎসর ও ৫ বৎসরের সশ্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত পরোয়ানা ছিল। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।