০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ছাত্রলীগের কর্মী সন্দেহে স্কুলছাত্র গ্রেপ্তার, বার্ষিক পরীক্ষা দিতে পারল না চৌদ্দগ্রামে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কুমিল্লা কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, তিন মাসের কারাদণ্ড আমাকে সুযোগ দিন আমি হতাশ করব না- মনিরুল হক চৌধুরী অতীতের বেইমানরা আজও আছে; মানুষ বদলায়, কিন্তু বেইমানির স্বভাব বদলায় না -হাজী ইয়াছিন কুমিল্লায় জাতীয়তাবাদী সংগ্রামদলের মানববন্ধন; বিদ্যুৎ নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে মাফিয়াদের গুলিতে ৩ বাংলাদেশী যুবকের মৃত্যু কুমিল্লায় মহাসড়কে বাসের ধাক্কায় ড্রামট্রাক চালক নিহত বুড়িচংয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কুমিল্লা ইপিজেডের তরল বর্জ্যে ৭১ গ্রামে মারাত্মক দূষণ

  • তারিখ : ১১:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • 32

মাহফুজ নান্টু।।
কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) তরল বর্জ্যে ৭১ গ্রামের ৫০ হাজার মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। একই বর্জ্যে বছরে ৫৯০ কোটি টাকার ফসলহানি ঘটছে।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় জেলা কৃষক সমবায়ী ঐক্য পরিষদের সভাপতি মুহম্মদ আখতার হোসাইন এসব তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, ইপিজেডের বর্জ্যে ব্যবস্থাপনা নামে মাত্র। সেখানে কোন কৃষক রাখা হয়নি। ইপিজেডের ভেতর সিটি করপোরেশনের দুটি নালা সরিয়ে ফেলতে হবে। কারখানার তরল বর্জ্যের শোধানাগার ব্যবহার করা জরুরি। এই তরল বর্জ্যে বছরে ৭১ গ্রামে ৫৯০ কোটি টাকার ফসলহানি হচ্ছে। ইপিজেডকে এই টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে ওই সভায় ইপিজেডের আশপাশের শতাধিক কৃষক ও অন্য পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কলি বলেন, ইপিজেডের বর্জ্যের কারণে আশপাশের খালের পানিতে দুর্গন্ধ পাওয়া গেছে। এতে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

এসব অভিযোগ পুরোপুরি মানতে নারাজ ইপিজেডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুজ্জামান মিয়া। তিনি বলেন, শুধু ইপিজেডের তরল বর্জ্যের কারণে খাল, পুকুর ও টিউবওয়েলের পানি কালো হচ্ছে না। পাশে বিমানবন্দরের রানওয়ের ভেতরে গরুর খামার আছে। এই খামারের গরুর মলমূত্র খালে যাচ্ছে। মাঝে মধ্যে টেকনিক্যাল কারণে শোধনাগারে ঝামেলা হচ্ছে। দূষণের জন্য এ সবই দায়ী। শুধু ইপিজেড দায়ী নয়।

সভায় এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘সাত দিনের সময় বেঁধে দিয়েছি। সংশ্লিষ্ট সবাইকে ইপিজেডের তরল বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে পদক্ষেপ নিতে বলেছি। পাশাপাশি ইপিজেডের আশপাশের খাল সংস্কারের ব্যাপারে সিটি করপোরেশনকে এগিয়ে আসতে হবে।’

সভায় আরও অংশ নেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), পরিবেশ অধিদপ্তর ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রতিনিধিরা।

এ বিষয়ে জেলা কৃষক সমবায়ী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী জানান, কুমিল্লায় শুধু ইপিজেডের তরল বর্জ্যে ৭১টি গ্রামের কৃষক-শ্রমিকসহ অন্তত ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে সমস্যাটির ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নেই। এমন অবস্থা চলতে থাকলে কৃষক ও সমবায়ীরা কঠোর আন্দোলন নামবে।

সূত্র- নিউজ বাংলা।।

error: Content is protected !!

কুমিল্লা ইপিজেডের তরল বর্জ্যে ৭১ গ্রামে মারাত্মক দূষণ

তারিখ : ১১:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

মাহফুজ নান্টু।।
কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) তরল বর্জ্যে ৭১ গ্রামের ৫০ হাজার মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। একই বর্জ্যে বছরে ৫৯০ কোটি টাকার ফসলহানি ঘটছে।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় জেলা কৃষক সমবায়ী ঐক্য পরিষদের সভাপতি মুহম্মদ আখতার হোসাইন এসব তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, ইপিজেডের বর্জ্যে ব্যবস্থাপনা নামে মাত্র। সেখানে কোন কৃষক রাখা হয়নি। ইপিজেডের ভেতর সিটি করপোরেশনের দুটি নালা সরিয়ে ফেলতে হবে। কারখানার তরল বর্জ্যের শোধানাগার ব্যবহার করা জরুরি। এই তরল বর্জ্যে বছরে ৭১ গ্রামে ৫৯০ কোটি টাকার ফসলহানি হচ্ছে। ইপিজেডকে এই টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে ওই সভায় ইপিজেডের আশপাশের শতাধিক কৃষক ও অন্য পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কলি বলেন, ইপিজেডের বর্জ্যের কারণে আশপাশের খালের পানিতে দুর্গন্ধ পাওয়া গেছে। এতে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

এসব অভিযোগ পুরোপুরি মানতে নারাজ ইপিজেডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুজ্জামান মিয়া। তিনি বলেন, শুধু ইপিজেডের তরল বর্জ্যের কারণে খাল, পুকুর ও টিউবওয়েলের পানি কালো হচ্ছে না। পাশে বিমানবন্দরের রানওয়ের ভেতরে গরুর খামার আছে। এই খামারের গরুর মলমূত্র খালে যাচ্ছে। মাঝে মধ্যে টেকনিক্যাল কারণে শোধনাগারে ঝামেলা হচ্ছে। দূষণের জন্য এ সবই দায়ী। শুধু ইপিজেড দায়ী নয়।

সভায় এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘সাত দিনের সময় বেঁধে দিয়েছি। সংশ্লিষ্ট সবাইকে ইপিজেডের তরল বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে পদক্ষেপ নিতে বলেছি। পাশাপাশি ইপিজেডের আশপাশের খাল সংস্কারের ব্যাপারে সিটি করপোরেশনকে এগিয়ে আসতে হবে।’

সভায় আরও অংশ নেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), পরিবেশ অধিদপ্তর ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রতিনিধিরা।

এ বিষয়ে জেলা কৃষক সমবায়ী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী জানান, কুমিল্লায় শুধু ইপিজেডের তরল বর্জ্যে ৭১টি গ্রামের কৃষক-শ্রমিকসহ অন্তত ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে সমস্যাটির ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নেই। এমন অবস্থা চলতে থাকলে কৃষক ও সমবায়ীরা কঠোর আন্দোলন নামবে।

সূত্র- নিউজ বাংলা।।