০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতস্থ চৌদ্দগ্রাম বিএনপির নেতাকর্মীদের সাথে কামরুল হুদার মতবিনিময় পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্কমুক্ত হবে দেশ: ডা. তাহের ব্রাহ্মণপাড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধণা ‎ব্রাহ্মণপাড়ায় বডিফিটিং গাঁজা পাচারকালে গাঁজাসহ বাবা-ছেলে আটক মুরাদনগরে বিস্ফোরক মামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকার চাপায় মা-শিশুর মর্মান্তিক মৃত্যু আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি- সুমনা, সাধারণ সম্পাদক- আকাইদ বানাশুয়া বিরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপনের চলছে প্রস্তুতি বনানীর সিসা বারে যুবক খুন, কুমিল্লা থেকে প্রধান দুই আসামি গ্রেপ্তার কুমিল্লায় শ্রেণিকক্ষে ছুরি প্রদর্শনের ভিডিও ভাইরাল, ৪ শিক্ষার্থী বহিষ্কার

কুমিল্লা জেলায় ১৩৮ ভুয়া ডাক্তারের খোঁজ নামছে প্রশাসন

  • তারিখ : ১২:৫৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
  • 1

নেকবর হোসেন।।
কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে মোট ১৩৮ জন সনদবিহীন ভুয়া চিকিৎসকের তালিকা দেয়া হয়েছে জেলা প্রশাসনকে। ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে আইনানুগব্যবস্থা নেয়ার জন্য জেলা সিভিল সার্জন এই তালিকা জেলা প্রশাসক কার্যালয়ে প্রতিবেদনের মাধ্যমে জমা দিয়েছেন।

গতকাল মার্চ মাসের জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এই তথ্য জানানো হয়। গত ফেব্রুয়ারি মাসের আইনশৃঙ্খলা কমিটির সভায় সনদবিহীন ভুয়া চিকিৎসকের তালিকা প্রস্তুত করে প্রতিবেদন দেয়ার জন্য সিভিল সার্জনকে অনুরোধ করা হয়। কুমিল্লা জেলা ম্যাজিষ্ট্রেট জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে সভায় ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার কুমিল্লার কাগজকে বলেন, আমরা বিভিন্ন উপজেলা থেকে তথ্য সংগ্রহ করে জেলা প্রশাসক বরাবর জানিয়েছি। আরো দু একটি উপজেলা বাকি। এসব চিকিৎসকের নামের তালিকা ধরে ধরে ব্যবস্থা নেয়া হবে।

আইনশৃঙ্খলা কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন বিজিবি কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইসহাক, পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান, সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ড. শফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ মাইনুদ্দিন, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লা মিয়া রতন শিকদার, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম কিশোর , দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ শেইন, আইনশৃঙ্খলাবাহিনীর কুমিল্লা ইউনিটের উর্দ্ধতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।

ভুয়া ডাক্তার খুঁজে বের করা প্রসঙ্গে কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, সনদ ছাড়াই সাধারণ মানুষকে ঔষধ প্রদান করে আমরা তাদের খুঁজে বের করছি। এই সংখ্যা অনেক। আশা করছি এসব ভুয়া ডাক্তারদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

কুমিল্লা জেলায় ১৩৮ ভুয়া ডাক্তারের খোঁজ নামছে প্রশাসন

তারিখ : ১২:৫৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

নেকবর হোসেন।।
কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে মোট ১৩৮ জন সনদবিহীন ভুয়া চিকিৎসকের তালিকা দেয়া হয়েছে জেলা প্রশাসনকে। ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে আইনানুগব্যবস্থা নেয়ার জন্য জেলা সিভিল সার্জন এই তালিকা জেলা প্রশাসক কার্যালয়ে প্রতিবেদনের মাধ্যমে জমা দিয়েছেন।

গতকাল মার্চ মাসের জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এই তথ্য জানানো হয়। গত ফেব্রুয়ারি মাসের আইনশৃঙ্খলা কমিটির সভায় সনদবিহীন ভুয়া চিকিৎসকের তালিকা প্রস্তুত করে প্রতিবেদন দেয়ার জন্য সিভিল সার্জনকে অনুরোধ করা হয়। কুমিল্লা জেলা ম্যাজিষ্ট্রেট জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে সভায় ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার কুমিল্লার কাগজকে বলেন, আমরা বিভিন্ন উপজেলা থেকে তথ্য সংগ্রহ করে জেলা প্রশাসক বরাবর জানিয়েছি। আরো দু একটি উপজেলা বাকি। এসব চিকিৎসকের নামের তালিকা ধরে ধরে ব্যবস্থা নেয়া হবে।

আইনশৃঙ্খলা কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন বিজিবি কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইসহাক, পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান, সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ড. শফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ মাইনুদ্দিন, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লা মিয়া রতন শিকদার, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম কিশোর , দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ শেইন, আইনশৃঙ্খলাবাহিনীর কুমিল্লা ইউনিটের উর্দ্ধতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।

ভুয়া ডাক্তার খুঁজে বের করা প্রসঙ্গে কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, সনদ ছাড়াই সাধারণ মানুষকে ঔষধ প্রদান করে আমরা তাদের খুঁজে বের করছি। এই সংখ্যা অনেক। আশা করছি এসব ভুয়া ডাক্তারদের আইনের আওতায় আনা সম্ভব হবে।