মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা নিউমার্কেটর পঞ্চম তলায় তানসেন টেকনোলজির হিকভিশন ব্রেন্ডশপের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টায় দোয়া-মুনাজাত শেষে ফিতা ও কেক কেটে ব্রেন্ডশপটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ কম্পিউটার সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি ফরহাদ উল্লাহ, নেটওয়ার্কিং টেকনোলজিস্টস জাকারিয়া হোসাইন, হিকভিশনের প্রেডাক্ট ম্যানেজার আরমান হোসেন, নেটওয়ার্কি ন্যাশনাল সেলস ম্যানেজার ফাহিম আহমেদ, আরিফুর রহমান, বাংলাদেশ কম্পিউটার সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ বাতেন, আইটি প্যালেসের সত্ত্বাধিকারী মোঃ নজরুল ইসলাম, তুহিনসহ আরো অনেকে।
তানসেন টেকনোলজির হিকভিশন ব্রেন্ডশপের সত্ত্বাধিকারী আতিকুল হামিদ সোহাগ তার স্বাগত বক্তব্যে বলেন, স্মার্ট টেকনোলজী বিডি লিমিটেড পরিবেশিত হিকভিশন পৃথিবীর সর্বশ্রেষ্ট একটি সিকিউরিটি কোম্পানী। হিকভিশনের সিসি ক্যামেরা বাজারে অত্যান্ত জনপ্রিয়।
তিনি আরো বলেন, কুমিল্লা তথা চট্টগ্রাম বিভাগে এটাই একমাত্র হিকভিশনের বিক্রয় কেন্দ্র। আমরা আশাকরি গ্রহকরা তাদের সর্বোচ্চ সেবা আমাদের কাছ থেকে পাবে। এছাড়াও উদ্বোধনী উপলক্ষে বিভিন্ন প্রোডাক্টে মূল্য ছাড় আছে বলেও তিনি জানান।
কুমিল্লায় বিক্রয় কেন্দ্র করায় তানসেন টেকনোলজির হিকভিশন ব্রেন্ডশপের সত্ত্বাধিকারী আতিকুল হামিদ সোহাগ স্মার্ট টেকনোলজী বিডি লিমিটেড সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।