০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন পূনর্বিন্যাসে নতুন মেরুকরণ বুড়িচংয়ে সেই যুবদল নেতাকে আবারও কারণ দর্শানোর নোটিশ; জেলা কমিটিকে তলব মানবিক কুমিল্লার ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিল পাঁচ হাজারের বেশি মানুষ প্রত্যেক মানুষের সাফল্যের পথ আলাদা -হাসনাত আব্দুল্লাহ বুড়িচংয়ে জামায়াতের কেন্দ্র কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন এক হাজারের বেশি মানুষ কুমিল্লায় সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে পুনরায় হত্যার হুমকি, ১০ লাখ টাকা চাঁদা দাবি কুমিল্লায় উল্টো পথে আসা পিকআপে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত কুমিল্লা নিউজের প্রকাশিত সংবাদের প্রতিবাদ কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে আহত এক নারীসহ ২ জনের মৃত্যু

কুমিল্লা বোর্ডে কারাগার থেকে পরীক্ষা দিল ২ জন; প্রথম দিনে অনুপস্থিত ২ হাজার ৫৫৩

  • তারিখ : ০৭:৩৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • 32

নেকবর হোসেন।।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয়টি জেলায় এসএসসি পরীক্ষায় প্রথম‌ দি‌নে অনুপস্থিত ছিলেন ২ হাজার ৫৫৩জন শিক্ষার্থী। এদিন বাংলা প্রথম পত্র পরীক্ষা চলাকালে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলেও জানা গেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পরীক্ষা শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম।

এতো শিক্ষার্থী অনুপস্থিতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমরা জেলা পর্যায়ে থেকে অনুপস্থিতির তথ্য সংগ্রহ করছি। কেন্দ্রভিত্তিক তথ্য সংগ্রহের পর জানা যাবে কেন শিক্ষার্থীরা অনুপস্থিত রইল। এসব ব্যাপারে আমাদের আলাদা পর্যবেক্ষণ থাকবে।’

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, প্রথম দিনের পরীক্ষায় কুমিল্লা জেলায় পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ৮১২ জন, চাঁদপুরে ৩৩৭ জন, ব্রাহ্মণবাড়িয়ায় অনুপস্থিত ৫৭২ জন, নোয়াখালীতে ৪৪৪ জন, ফেণীতে ১৭৭ জন এবং লক্ষ্মীপুরে ২১১ জন। এছাড়া কুমিল্লা বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে কুমিল্লা জেলার বরুড়া-০৪ পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবছর এসএসসি পরীক্ষার্থী রয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন। যা গত বছরের তুলনায় ১৩ হাজার ৭৪৮ জন বেশি। এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ছাত্রদের চেয়ে ২৯ হাজার ৩৮০ জন বেশি ছাত্রী অংশ নিচ্ছেন।

এছাড়াও এবার কুমিল্লা বোর্ডে শ্রুতিলেখকের সহযোগিতায় ২৩ জন এবং কারাগার থেকে দু’জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করছেন বলে জানিয়েছে বোর্ড সূত্র।

এর আগে সকালে পরীক্ষা শুরুর পর কুমিল্লা জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার জানান, ‘নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠিত করতে প্রশাসন বদ্ধপরিকর। এ ছাড়া শিক্ষার্থী ঝরে পড়া রোধে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনার জন্য সুপারিশ করা হবে।

কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম জানান, ‘বাল্যবিবাহ কিংবা কর্মসংস্থানের জন্য বিদেশ চলে যাওয়ার কারণে অনেকে ঝরে পড়তে পারে। তবে ঝরে পড়ার হার গত বছরগুলোর তুলনায় কম রয়েছে।’

error: Content is protected !!

কুমিল্লা বোর্ডে কারাগার থেকে পরীক্ষা দিল ২ জন; প্রথম দিনে অনুপস্থিত ২ হাজার ৫৫৩

তারিখ : ০৭:৩৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

নেকবর হোসেন।।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয়টি জেলায় এসএসসি পরীক্ষায় প্রথম‌ দি‌নে অনুপস্থিত ছিলেন ২ হাজার ৫৫৩জন শিক্ষার্থী। এদিন বাংলা প্রথম পত্র পরীক্ষা চলাকালে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলেও জানা গেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পরীক্ষা শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম।

এতো শিক্ষার্থী অনুপস্থিতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমরা জেলা পর্যায়ে থেকে অনুপস্থিতির তথ্য সংগ্রহ করছি। কেন্দ্রভিত্তিক তথ্য সংগ্রহের পর জানা যাবে কেন শিক্ষার্থীরা অনুপস্থিত রইল। এসব ব্যাপারে আমাদের আলাদা পর্যবেক্ষণ থাকবে।’

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, প্রথম দিনের পরীক্ষায় কুমিল্লা জেলায় পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ৮১২ জন, চাঁদপুরে ৩৩৭ জন, ব্রাহ্মণবাড়িয়ায় অনুপস্থিত ৫৭২ জন, নোয়াখালীতে ৪৪৪ জন, ফেণীতে ১৭৭ জন এবং লক্ষ্মীপুরে ২১১ জন। এছাড়া কুমিল্লা বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে কুমিল্লা জেলার বরুড়া-০৪ পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবছর এসএসসি পরীক্ষার্থী রয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন। যা গত বছরের তুলনায় ১৩ হাজার ৭৪৮ জন বেশি। এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ছাত্রদের চেয়ে ২৯ হাজার ৩৮০ জন বেশি ছাত্রী অংশ নিচ্ছেন।

এছাড়াও এবার কুমিল্লা বোর্ডে শ্রুতিলেখকের সহযোগিতায় ২৩ জন এবং কারাগার থেকে দু’জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করছেন বলে জানিয়েছে বোর্ড সূত্র।

এর আগে সকালে পরীক্ষা শুরুর পর কুমিল্লা জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার জানান, ‘নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠিত করতে প্রশাসন বদ্ধপরিকর। এ ছাড়া শিক্ষার্থী ঝরে পড়া রোধে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনার জন্য সুপারিশ করা হবে।

কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম জানান, ‘বাল্যবিবাহ কিংবা কর্মসংস্থানের জন্য বিদেশ চলে যাওয়ার কারণে অনেকে ঝরে পড়তে পারে। তবে ঝরে পড়ার হার গত বছরগুলোর তুলনায় কম রয়েছে।’