
কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লা মহানগর ৯নং ওয়ার্ডের নতুন চৌধুরীপাড়া কাজী বাড়ি নিবাসী মরহুম কাজী ইদ্রিস মিয়ার দ্বিতীয় পুত্র জনাব নজরুল ইসলাম বাবুল(৬৮) শুক্রবার (৮ জানুয়ারি) সকাল ৮ ঘটিকায় তাহার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি কর্ম জীবনে পরিবহন ব্যবসার সাথে জড়িত ছিলেন।তিনি কুমিল্লা মহানগর ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগের সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা বাদ জুমা পশ্চিম বাগিচাগাও মসজিদে অনুষ্ঠিত হয়।
মরহুমের জানাযা শেষে লাশ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের নিউ হোস্টেলের পাশের কবরস্থানে তাহার বাবা মায়ের কবরের পাশে বাদ মাগরিব দাফন করা হয়।