কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

মোঃ জহিরুল হক বাবু।।
আজ ৮ ডিসেম্বর, কুমিল্লা মুক্তদিবস। একাত্তরের এ দিনে রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি বাহিনীর হাত থেকে মুক্ত হয় কুমিল্লা। মুক্তিযুদ্ধের ইতিহাসের তথ্যমতে, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর সীমান্তবর্তী বিবিরবাজার দিয়ে লেফটেন্যান্ট দিদারুল আলমের নেতৃত্বে একটি দল এবং অপর দুটি দল গোমতী নদী অতিক্রম করে কুমিল্লা শহরের ভাটপাড়া দিয়ে এবং চৌদ্দগ্রামের বাঘেরচর দিয়ে এসে বিমানবন্দরের হানাদার বাহিনীর ঘাঁটিতে আক্রমণ করে।

দিবসটি উপলক্ষে কুমিল্লায় নানান কর্মসুচি গ্রহন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে কুমিল্লা টাউন হল মাঠ থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার।

এসময় সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার আবদুল মান্নান সহ মুক্তিযোদ্ধাগন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন নগর উদ্যোনে বঙ্গবন্ধু ম্যুরালে সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার, সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার আবদুল মান্নান সহ অন্যান্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপরে দোয়া অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ক্বারী ইব্রাহিম ক্বাদেরী।

পরে কুমিল্লা মেডিকেল কলেজের প্রাঙ্গনে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরালের উদ্বোধন করে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার। এসময় কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক সহ অন্যানরা উপস্থিত ছিলেন।

কুমিল্লা মেডিকেল কলেজ মাঠে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার। এসময় কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক সহ অন্যানরা উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page