০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
একসাথে চার কবর: ইউটার্নে নিভে গেলো কুমিল্লার এক আলোকিত পরিবার বৃদ্ধ বাবা-মাকে নিয়ে কুমিল্লায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন দুই ছেলে, পথে ৪ জনই নিহত কুমিল্লার লালমাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ২৫ বছরের প্রবাসের অর্জন লুট কুমিল্লায় অচেতন করে তরুণীকে ধর্ষণ, সমন্বয়কের বিরুদ্ধে মামলা বাসে শ্লীলতাহানি-ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী, দুই অভিযুক্তের কারাদণ্ড কুমিল্লায় সিমেন্টবাহী লরির নিচে প্রাইভেটকার, একই পরিবারের ৪ জন নিহত হোমনায় নার্সের অবহেলায় প্রসূতির মৃত্যু, তদন্তের দাবি কুমিল্লার তরুণ প্রজন্মের ব্রাহ্মণপাড়া উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বুড়িচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কীটনাশক দোকানে জরিমানা কুমিল্লায় ট্রাকের চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত, আহত ৪

কুমিল্লা রেলস্টেশন এলাকা থেকে ৪ ছিনতাইকারী গ্রেফতার

  • তারিখ : ১১:০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • 11

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে কুমিল্লা শহরতলীর ধর্মপুর রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার এসব তথ্য জানান, র‌্যাব-১১-এর উপপরিচালক মাহমুদুল হাসান।

গ্রেফতারকৃতরা হলো– কুমিল্লার আদর্শ সদর উপজেরার ধর্মপুর এলাকার শিপন মিয়ার ছেলে আশিক (৩২), সদর দক্ষিণ উপজেলার চিদরপুর এলাকার মনির হোসেনের ছেলে জামিল হোসেন (১৯), কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. জিসান (১৯), ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ এলাকার বিল্লাল হোসেনের ছেলে আসিফুর রহমান ওরফে আসিফ (২২)।

র‌্যাব জানায়, এ সময় তাদের কাছ থেকে চাকুসহ দেশি অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘গ্রেফতারকৃতরা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা কুমিল্লা রেলস্টেশনের আশেপাশে অবস্থান করে। ট্রেন থেকে যাত্রীরা নামার পর অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ মূল্যবান জিনিস হাতিয়ে নেয়। এ ছাড়াও দেশি অস্ত্র ব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

কুমিল্লা রেলস্টেশন এলাকা থেকে ৪ ছিনতাইকারী গ্রেফতার

তারিখ : ১১:০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে কুমিল্লা শহরতলীর ধর্মপুর রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার এসব তথ্য জানান, র‌্যাব-১১-এর উপপরিচালক মাহমুদুল হাসান।

গ্রেফতারকৃতরা হলো– কুমিল্লার আদর্শ সদর উপজেরার ধর্মপুর এলাকার শিপন মিয়ার ছেলে আশিক (৩২), সদর দক্ষিণ উপজেলার চিদরপুর এলাকার মনির হোসেনের ছেলে জামিল হোসেন (১৯), কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. জিসান (১৯), ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ এলাকার বিল্লাল হোসেনের ছেলে আসিফুর রহমান ওরফে আসিফ (২২)।

র‌্যাব জানায়, এ সময় তাদের কাছ থেকে চাকুসহ দেশি অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘গ্রেফতারকৃতরা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা কুমিল্লা রেলস্টেশনের আশেপাশে অবস্থান করে। ট্রেন থেকে যাত্রীরা নামার পর অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ মূল্যবান জিনিস হাতিয়ে নেয়। এ ছাড়াও দেশি অস্ত্র ব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’