কুমিল্লা সদরে গৃহহীন আরও ৩২ জন পেলেন নতুন ঘর

স্টাফ রিপোর্টার।।
পঞ্চম পর্যায়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন ৩২ জন। এ সময় সুবিধাভোগীদের হাতে দুই শতক জমির মালিকানা সহ বিনামূল্যে ঘরের কবুলিয়ত, নামজারি খতিয়ান হস্তান্তর করা হয়।

মঙ্গলবার বেলা ১১ টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার মিলনায়তনে এক অনারম্বর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর সুবিধাভোগীদের হাতে নতুন ঘরের দলিল ও চাবি তুলে দেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইয়াসমিন পারভিন তিবরীজি।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাবিরুল ইসলাম খান।

আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক তরিকুল রহমান জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদ নিয়াজ পাবেল, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বকুলসহ আদর্শ সদরের ৬ ইউনিয়ন চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা এবং সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page