০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
খাঁটি মুমিন হতে আল্লাহর বিধান ও রাসুলের আদর্শে চলার আহ্বান আড়াইবাড়ী পীর সাহেবের কুমিল্লায় ঠিকাদারের কাছে চাঁদা দাবি, যৌথবাহিনীর অভিযানে ৩ জন আটক কুমিল্লায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ; দুই বিদ্যালয়ের চার শিক্ষার্থী আহত ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তোহফা গোফরান বহিষ্কার কুবির বিজ্ঞান অনুষদে ৩৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান জাতীয় ও আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ: ৯ সোনাসহ ২২ পদক জিতলেন কুমিল্লার ১৯ খেলোয়াড় কুমিল্লায় শ্বশুর বাড়ির ট্যাংকে জামাতার লাশ; স্ত্রীসহ চারজনের স্বীকারোক্তি, রহস্য উদঘাটন মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রাণীপ্রেমীদের মিলনমেলা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান কুমিল্লায় ৫ মিনিটের ঝটিকা মিছিল, ছাত্রলীগ, যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লা সদর দক্ষিণে প্রাইভেট কার অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

  • তারিখ : ০৯:১১:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • 28

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা সদর দক্ষিণে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোর রাতে চৌয়ারা বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- চৌয়ারা উলুরচর গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে আওলাদ ওরফে ল্যাংরা আওলাদ (৩২), একই গ্রামের সোলাইমানের ছেলে ইউসুফ (২২) ও আলী আক্কাসের ছেলে কবির হোসেন (৩০)।

সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের চৌয়ারা বাজারে ৩০ নভেম্বর রাতে অভিযান চালায় পুলিশ। অভিযানে চৌয়ারা উলুরচর গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে আওলাদ ওরফে ল্যাংরা আওলাদ, একই গ্রামের সোলাইমানের ছেলে ইউসুফ ও আলী আক্কাসের ছেলে কবির হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সহযোগী ২-৩ জন দৌড়ে পালিয়ে যান।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা হয়েছে। আসামিরা চৌয়ারা গরু বাজার পাকা রাস্তার উপর দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ একটি সিলভার কালার প্রাইভেটকার নিয়ে জড়ো হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলেন । তারা এলাকার পথচারীদের কাছ থেকে বিভিন্ন মূল্যবান জিনিস ডাকাতি করতেন।

গ্রেফতারকৃত আওলাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা হয়েছে। অপর আসামীদের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ডাকাত চক্রের পলাতক অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ।

error: Content is protected !!

কুমিল্লা সদর দক্ষিণে প্রাইভেট কার অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

তারিখ : ০৯:১১:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা সদর দক্ষিণে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোর রাতে চৌয়ারা বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- চৌয়ারা উলুরচর গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে আওলাদ ওরফে ল্যাংরা আওলাদ (৩২), একই গ্রামের সোলাইমানের ছেলে ইউসুফ (২২) ও আলী আক্কাসের ছেলে কবির হোসেন (৩০)।

সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের চৌয়ারা বাজারে ৩০ নভেম্বর রাতে অভিযান চালায় পুলিশ। অভিযানে চৌয়ারা উলুরচর গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে আওলাদ ওরফে ল্যাংরা আওলাদ, একই গ্রামের সোলাইমানের ছেলে ইউসুফ ও আলী আক্কাসের ছেলে কবির হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সহযোগী ২-৩ জন দৌড়ে পালিয়ে যান।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা হয়েছে। আসামিরা চৌয়ারা গরু বাজার পাকা রাস্তার উপর দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ একটি সিলভার কালার প্রাইভেটকার নিয়ে জড়ো হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলেন । তারা এলাকার পথচারীদের কাছ থেকে বিভিন্ন মূল্যবান জিনিস ডাকাতি করতেন।

গ্রেফতারকৃত আওলাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা হয়েছে। অপর আসামীদের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ডাকাত চক্রের পলাতক অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ।