স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা সদর দক্ষিণে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোর রাতে চৌয়ারা বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- চৌয়ারা উলুরচর গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে আওলাদ ওরফে ল্যাংরা আওলাদ (৩২), একই গ্রামের সোলাইমানের ছেলে ইউসুফ (২২) ও আলী আক্কাসের ছেলে কবির হোসেন (৩০)।
সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের চৌয়ারা বাজারে ৩০ নভেম্বর রাতে অভিযান চালায় পুলিশ। অভিযানে চৌয়ারা উলুরচর গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে আওলাদ ওরফে ল্যাংরা আওলাদ, একই গ্রামের সোলাইমানের ছেলে ইউসুফ ও আলী আক্কাসের ছেলে কবির হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সহযোগী ২-৩ জন দৌড়ে পালিয়ে যান।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা হয়েছে। আসামিরা চৌয়ারা গরু বাজার পাকা রাস্তার উপর দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ একটি সিলভার কালার প্রাইভেটকার নিয়ে জড়ো হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলেন । তারা এলাকার পথচারীদের কাছ থেকে বিভিন্ন মূল্যবান জিনিস ডাকাতি করতেন।
গ্রেফতারকৃত আওলাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা হয়েছে। অপর আসামীদের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ডাকাত চক্রের পলাতক অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ।
আরো দেখুন:You cannot copy content of this page