জহিরুল হক বাবু।।
কুমিল্লার সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী পণ্য আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। অভিযানে উদ্ধারকৃত মালের বাজারমূল্য প্রায় ২১ লাখ ২০ হাজার ৩২০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, ১৮ ও ১৯ জুলাই ২০২৫ তারিখে চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার ও আমানগন্ডা বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে অংশ নেয়। অভিযানকালে সীমান্তের ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় এসব পণ্য উদ্ধার করা হয়।
আটককৃত মাদকের মধ্যে রয়েছে—২০২ কেজি গাঁজা, ১ হাজার ৫৫৫ বোতল ফেন্সিডিল, ৭২ বোতল বিদেশি মদ, ২০২ বোতল ইস্কফ সিরাপ, ৪৮ বোতল বিয়ার, ৫০০টি স্কিন সাইন ক্রিম এবং ২০ হাজার ৭৭৬ পিস অবৈধ ভারতীয় বাজি।
বিজিবি জানিয়েছে, আটককৃত সকল মালামাল নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকাকে মাদক ও চোরাচালান মুক্ত রাখতে কুমিল্লা ব্যাটালিয়নের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আরো দেখুন:You cannot copy content of this page