০৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ছেলে রুটি খুব পছন্দ করতো, ছেলে নেই; এক বছর বাসায় রুটি বানাইনি -শহীদ হামিদুরের মা কুমিল্লা থেকে অপহরণ, মুক্তিপণ না পেয়ে কক্সবাজারে নিয়ে হত্যা: তিন জন গ্রেপ্তার বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা ছয় মাসেও দেশে ফিরল না কুমিল্লার প্রবাসী আকাশের মরদেহ বুড়িচংয়ে খাল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান শুরু: জনগণের সহযোগিতা চাইলেন ইউএনও অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়াকে কুমিল্লা প্রেসক্লাবে বিদায়ী সংবর্ধনা শাহরাস্তিতে ব্যারিস্টার কামাল উদ্দিনের নেতৃত্বে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি ব্রাহ্মণপাড়ায় এক মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা ব্রাহ্মণপাড়ায় ড্রেজার দিয়ে জলাধার ভরাট, অর্ধলাখ টাকা জরিমানা বাইউস্টে “রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” আয়োজিত

কুমিল্লা-১ আসনে আ.লীগের মনোনয়ন ফরম নিলেন বাবা-ছেলে

  • তারিখ : ০৮:৪৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • 3

নিউজ ডেস্ক।।
জাতীয় সংসদের কুমিল্লা-১ (দাউদকান্দি ও তিতাস) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া। একই আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে মনোনয়ন ফরম কিনেছেন তাঁর ছেলে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী।

স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীরা বলছেন, নিজেদের মধ্যে দলীয় মনোনয়ন ধরে রাখার কৌশল হিসেবে বাবা–ছেলে দুজনই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সুবিদ আলী ভূঁইয়া আসনটি থেকে আওয়ামী লীগের হয়ে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। অন্যদিকে তাঁর ছেলে মোহাম্মদ আলী দাউদকান্দি উপজেলা পরিষদ থেকে ২০১৪ ও ২০১৯ সালে টানা দুবার চেয়ারম্যান নির্বাচিত হন।

দলীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া ও মোহাম্মদ আলী কুমিল্লা-১ আসনের জন্য দলীয় ফরম সংগ্রহ করেছেন।

এ সময় তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক মহসিন ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব চৌধুরী ওরফে লিল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বাবার পাশাপাশি নিজেও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করার বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘বাবা ও আমি দুজনই দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। দলীয় মনোনয়নে একজন নির্বাচন করবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসনটিতে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর।

এবার সীমানা পুনর্বিন্যাসের কারণে কুমিল্লা-১ আসনে তিতাস উপজেলা অন্তর্ভুক্ত করা হয়। ভোটের ও আঞ্চলিকতার নানা সমীকরণের কারণে বাবা ও ছেলে দলীয় মনোনয়ন নিয়েছেন বলে দলের নেতা–কর্মীরা মনে করছেন।

কুমিল্লা-১ আসনে আ.লীগের মনোনয়ন ফরম নিলেন বাবা-ছেলে

তারিখ : ০৮:৪৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

নিউজ ডেস্ক।।
জাতীয় সংসদের কুমিল্লা-১ (দাউদকান্দি ও তিতাস) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া। একই আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে মনোনয়ন ফরম কিনেছেন তাঁর ছেলে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী।

স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীরা বলছেন, নিজেদের মধ্যে দলীয় মনোনয়ন ধরে রাখার কৌশল হিসেবে বাবা–ছেলে দুজনই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সুবিদ আলী ভূঁইয়া আসনটি থেকে আওয়ামী লীগের হয়ে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। অন্যদিকে তাঁর ছেলে মোহাম্মদ আলী দাউদকান্দি উপজেলা পরিষদ থেকে ২০১৪ ও ২০১৯ সালে টানা দুবার চেয়ারম্যান নির্বাচিত হন।

দলীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া ও মোহাম্মদ আলী কুমিল্লা-১ আসনের জন্য দলীয় ফরম সংগ্রহ করেছেন।

এ সময় তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক মহসিন ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব চৌধুরী ওরফে লিল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বাবার পাশাপাশি নিজেও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করার বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘বাবা ও আমি দুজনই দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। দলীয় মনোনয়নে একজন নির্বাচন করবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসনটিতে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর।

এবার সীমানা পুনর্বিন্যাসের কারণে কুমিল্লা-১ আসনে তিতাস উপজেলা অন্তর্ভুক্ত করা হয়। ভোটের ও আঞ্চলিকতার নানা সমীকরণের কারণে বাবা ও ছেলে দলীয় মনোনয়ন নিয়েছেন বলে দলের নেতা–কর্মীরা মনে করছেন।