নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা মেডিকেল কলেজের নিউরোসার্জারী বিভাগের প্রধান হলেন কুমিল্লার কৃতি সন্তান সহকারী অধ্যাপক ডা. এ এন এম ইলিয়াস নাঈম। মঙ্গলবার (৭ জানুয়ারি) কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মির্জ্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়।
জানা গেছে, ডা. ইলিয়াস নাঈম কুমিল্লা হাই স্কুল থেকে এসএসসি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি বাংলাদেশে সরকারীভাবে সর্বপ্রথম নিউরোসার্জারীতে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন।
জানা গেছে, ২০০৩ সালে সরকারী চাকুরীতে যোগদান করেন এই চিকিৎসক। বিগত ২১ বছর যাবত বাংলাদেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সেবা প্রদান করে আসছেন। তিনি বিগত ১০ বছর বাংলাদেশের দেশের সর্বোচ্চ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারী বিভাগে কর্মরত ছিলেন। গত ৬ বছর যাবত কুমিল্লা মেডিকেল কলেজের নিউরোসার্জারী বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন।
এদিকে কুমিল্লা মেডিকেল কলেজের নিউরোসার্জারী বিভাগের প্রধান হওয়ায় ডা. এ এন এম ইলিয়াস নাঈমকে ফুলের শুভেচ্ছা জানান মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লি. এর কুমিল্লা শাখা। এই সময়ে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার এস কে রায়, ম্যানেজার (এডমিন) শওকত উল আলম প্রমুখ।
কুমিল্লা মেডিকেল কলেজের নিউরোসার্জারী বিভাগের প্রধান হওয়া ডা. এ এন এম ইলিয়াস নাঈম বলেন, ২১ বছর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা দিয়ে আসছি। কুমিল্লা মেডিকেল কলেজে আছি ৬ বছর। সেবার মানকে আরও গতিশীল করতে যা যা করা দরকার ইনশাল্লাহ তা করার চেষ্টা করবো। তাছাড়া শিক্ষার্থী বান্ধব বিভাগ গড়ে তোলার চেষ্টা অব্যাহত থাকবে।
আরো দেখুন:You cannot copy content of this page