গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে কুমিল্লায় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নেকবর হোসেন।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যােগে ফিলিস্তিনের গাজায় ইসরাইল কর্তৃক নৃশংস হামলার প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতে বিক্ষোভ মিছিল বের করে।

বৃহস্পতিবার দুপুর ২টায় নগরীর টাউন হলের সামনে থেকে মিছিল বের করবে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সমাবেশের মাধ্যমে শেষ করে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্বদেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. মোছলেহ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে নায়েবে আমির অধ্যাপক এ কে এমদাদুল হক মামুন। নগর জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবুর রহমান. সহকারী সেক্রেটারী যথাক্রমে কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইন, নাসির আহমেদ মোল্লা, কুমিল্লা মহানগরী ছাত্রশিবির সভাপতি হাসান আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি ইউসুফ ইসলাম মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী মোতাহের আলী দিলাল, কাজী নজির আহমেদ, মোহাম্মদ হোসাইন, মাওলানা দেলোয়ার হোসেন সবুজ,শাহাদাত হোসাইন প্রমুখ।

সমাবেশে বক্তারা যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এ হামলা বন্ধের দাবি জানান। তারা বিশ্ব মুসলিম উম্মাহসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page