সাকের আহমেদ।।
আগামী ১৬জানুয়ারি কুমিল্লার চান্দিনা পৌরসভার নির্বাচনকে সামনে রেখে পৌর এলাকা বিভিন্ন প্রার্থীর নির্বাচনী প্রতীক সম্মলিত সাদা কালো পোস্টারে ছেয়ে গেছে। সরেজমিনে পৌরসভার ছায়কোট, ধানসিঁড়ি, বেলাশ্বর, মোকাম বাড়ি, রাড়িরচর,মহারং, এলাকা ঘুরে প্রায় একই রকম অবস্থা দেখা গেছে।
সবচেয়ে বেশি পোস্টার লাগানো হয়েছে চান্দিনা বাজার এলাকায়। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃশওকত হোসেন ভূইয়ার নৌকা মার্কা,বি এন পি মনোনীত মেয়র প্রার্থী শাহ মোঃআলমগীর খানের ধানের শীষ ,স্বতন্ত্র মেয়র প্রার্থী হাজী মোঃ শামীম হোসেনের জগ এবং বাংলাদেশ ইসলামি আন্দোলনের প্রার্থী কাজী রেজাউল করিমের হাত পাখা প্রতীকের পোস্টার লাগানো হয়েছে চান্দিনা পৌর এলাকা জুড়ে।
এদিকে মেয়র প্রার্থীদের সাথে তাল মিলিয়ে পিছিয়ে নেই বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা।তারা ও তাদের নিজ নিজ ওয়ার্ডে পোস্টার টানিয়ে ও প্রতীক সম্মলিত লিফলেট ভোটারদের হাতে দিয়ে ভোট চাচ্ছেন।
পৌরসভার ৭ নং ছায়কোট এলাকার কয়েকজন ভোটারের সাথে কথা বললে তারা জানান,গত দুদিনের মারামারির কারনে সাধারণ মানুষ কিছুটা আতঙ্কিত ছিল।
তারা আরো জানান, সকল প্রার্থী ই আমাদের কাছে ভোট চাইতে আসে, যদি সুষ্ঠ নির্বাচন হয় আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোট কেন্দ্রে যাবো।
স্থানীয় একটি চা দোকানে বসে থাকা কয়েকজন প্রবীণ ভোটারের সাথে কথা বললে তারা জানান, নির্বাচনে নৌকা ও ধানের শীষের মেয়র প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।তবে বেশিরভাগ মানুষ মনে করেন নৌকা মার্কার মেয়র প্রার্থী আলহাজ্ব শওকত হোসেন ভূইয়ার জয়ের সম্ভাবনা বেশি।
আরো দেখুন:You cannot copy content of this page