মনোয়ার হোসেন।।
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার মসজিদ কমপ্লেক্স ১ম তলায় মিলাদ মাহফিল ও দোয়ার মুনাজাত এর মধ্যে দিয়ে সম্পূর্ণ নতুন আঙ্গিকে স্মার্ট পয়েন্ট নামের পোশাক দোকানটির শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে মসজিদ মার্কেটে এ-উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে দোকান টির শুভ উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন সর্দার, স্মার্ট পয়েন্ট এর পরিচালক মিজানুর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মিয়াবাজার ফুটবল একাদশের সাবেক ফুটবলার আব্দুল ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা হাজী জামাল উদ্দিন, মিয়াবাজার গ্রামীণ রেস্তোরাঁর পরিচালক সোহেল হাজারী।
উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুল হক,যুবলীগের ক্রীড়া সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, মিয়াবাজার স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ কামাল হোসেন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এম এ হাসান সহ মসজিদ কমপ্লেক্স বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী বৃন্দ।
উল্লাখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দোকানটিতে আধুনিক উন্নত দেশী বিদেশী রকমারি ব্র্যান্ডের তৈরি পোশাক দিয়ে সাজানো হয়েছে।