চৌদ্দগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে কোনোরকম আনুষ্ঠানিকতা ছাড়াই কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ জানুয়ারী) সকালে চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দীন, বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য কাজী মাসুম, সদস্য তৌহিদুর রহমান প্রমুখ।

চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা আলিম মাদ্রাসায় বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আহসান উল্লাহ্, উপাধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, শিক্ষক প্রতিনিধি কাজী ইয়াকুব হোসেন, পৌর যুবলীগ নেতা আকতার হোসেন মোল্লা রতন সহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বীরচন্দ্রনগর আলিম মাদরাসায় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নাজমুল হুদা, পরিচালনা কমিটির সদস্য শাহ্ আলম মোল্লা, কাজী ইফতেখার হোসেন, ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল-রায়হান আলকাস, সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক প্রমুখ।

বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণে উপস্থিত ছিলেন বাতিসা ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান কাজী ফখরুল আলম ফরহাদ, ইউনিয়ন আ’লীগের সভাপতি কাজী মমতাজ উদ্দীন বারী, সাধারণ আনোয়ার হোসেন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ্ আহম্মদ ভূঁইয়া, পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিম মজুমদার, উপজেলা যুবলীগ নেতা ইয়াসিন উদ্দীন প্রমুখ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page