মনোয়ার হোসেন।।
‘দৃষ্টি সবার অধিকার, ভার্ড কামালের অঙ্গীকার’ এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে বিনামূল্যে ১৫ হাজার চক্ষুরোগির ছানি অপারেশনের মাইলফলক অর্জন করেছে ভার্ড কামাল চক্ষু হাসপাতাল। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সকালে ডাচ্ বাংলা ব্যাংকের অর্থায়নে উপজেলার কনকাপৈত ইউনিয়নের পন্নারায় অবস্থিত ভার্ড কামাল চক্ষু হাসপাতালে গুনবতী ইউনিয়ন পরিষদে আয়োজিত চক্ষু শিবির এর মাধ্যমে সনাক্তকৃত ৩৫ জন চক্ষুরোগির ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে এক অনন্য অর্জনে শামিল হলো ভার্ড কামাল চক্ষু হাসপাতাল। সফল ছানি অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে হাসপাতালের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন চক্ষুরোগিরা।
উল্লেখ্য, সবুজ-শ্যামল প্রাকৃতিক পরিবেশে অবস্থিত ভার্ড কামাল চক্ষু হাসপাতালের রয়েছে দীর্ঘ ২৪ বছরের সাফল্যময় ইতিহাস। ১৯৯৮ সাল থেকে “দৃষ্টি” প্রকল্পের আওতায় ফ্রি চক্ষু শিবির বাস্তবায়নের মধ্য দিয়ে চক্ষুরোগিদের সনাক্ত করে দরিদ্র রোগিদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে ভার্ড কামাল চক্ষু হাসপাতাল। এছাড়া এখানে সহজ উপায় এবং স্বল্প ব্যয়ে সাধারণ চক্ষুরোগিদের যাবতীয় চক্ষু পরীক্ষা-নিরীক্ষাসহ অপারেশন সেবা কার্যক্রমও চলমান থাকায় সুবিধাভোগিসহ সচেতন মহলের প্রশংসা কুড়িয়েছে এ হাসপাতালটি। যার সুনাম ছড়িয়েছে পড়েছে দেশ থেকে দেশান্তর।
এ বিষয়ে কুমিল্লা জেলা পরিষদ সদস্য, ভার্ড কামাল চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এমরানুল হক কামাল (ভার্ড কামাল) বলেন, ‘চৌদ্দগ্রামের গণমানুষের আপনজন, ৫ লক্ষ জনতার হৃদয়ের স্পন্দন প্রিয় নেতা মুজিবুল হক মুজিব ভাইয়ের অনুপ্রেরণা ও সার্বিক দিক-নির্দেশনায় সেবার মানসিকতায় প্রতিষ্ঠিত ভার্ড কামাল চক্ষু হাসপাতালের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস ও অনন্য সকল অর্জন। অনন্য এ অর্জনের স্বপ্নসারথী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। গরীব-অসহায় চক্ষুরোগির পাশাপাশি সাধারণ রোগিদের মানসম্মত সেবাপ্রদানেও প্রতিনিয়ত হাসপাতালটি ব্যাপক ভূমিকা পালন করছে। দীর্ঘ ২৪ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটির পথচলা আরো সমৃদ্ধ হবে এ প্রত্যাশায় সকলের দোয়া কামনা করছি’।
আরো দেখুন:You cannot copy content of this page