চৌদ্দগ্রামে হত্যা মামলার আসামী রহমান গ্রেফতার, ২টি পাইপগানসহ গুলি উদ্ধার

চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে হত্যা ও চাঁদাবাজির মামলাসহ তিন মামলার আলোচিত আসামী আবদুর রহমানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের মোহাম্মদ উল্যাহর ছেলে। মঙ্গলবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আবদুর রহমান দীর্ঘদিন এলাকায় চাঁদাবাজি, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধের সাথে জড়িত। সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘিনাগাজী রাস্তার মাথায় মারামারির সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার এসআই জাহিদ হোসেন রায়হানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আবদুর রহমানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ইতোপূর্বে তার বিরুদ্ধে চৌদ্দগ্রামের আলোচিত জামাল হোসেন প্রকাশ বাক্কা জামাল ও জামাল হত্যা মামলার অন্যতম স্বাক্ষী শাকিল হত্যা মামলা এবং একটি চাঁদাবাজি মামলা রয়েছে।

তাকে আটকের কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিত্যক্ত অবস্থায় দুইটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। তার আটকের সংবাদে সন্তোষ প্রকাশ করেছেন আলকরা ইউনিয়নের ভুক্তভোগী সাধারণ মানুষ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘ধর্তব্য অপরাধ নিবারণ কল্পে আবদুর রহমানকে গ্রেফতার শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page