চৌদ্দগ্রামে ১২৪টি গৃহ হস্থান্তর করে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষনা হবে, নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের ৩য় পর্যায়ের অবশিষ্ট ও ৪র্থ পর্যায়ের সর্বমোট ১২৪ টি গৃহ হস্থান্তর উদ্বোধন করে উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষনা করা হবে। চৌদ্দগ্রামে সর্বমোট ৪৪৪ টি ঘরের মধ্যে ইতোমধ্যে ৩২০ টি গৃহ উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১১ টায় ভূমিহীন-গৃহহীনদের মাঝে সেমিপাকা ঘর, আর দুই শতাংশ জমির মালিকানাসহ সারাদেশে হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চৌদ্দগ্রামে হস্তান্তর অনুষ্ঠানটি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

সোমবার (২১ মার্চ) প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সাংবাদিকদের এসব কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

এ সময় তিনি সাংবাদিকদের সামনে আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের হোসেন, ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, আলহাজ্ব মোশারেফ হোসেন, প্রভাষক নায়িমুর রহমান মজুমদার মাছুম।

এ সময় চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি আক্তারুজ্জামান মজুমদার, আবু বকর সুজন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু, অর্থ সম্পাদক সোহাগ মিয়াজী, সাংবাদিক বেলাল হোসাইন, প্রেসক্লাবের সদস্য মুহা. ফখরুদ্দীন ইমন, আব্দুর রব লাভলু, মো: ইমাম হোসেন ভূঁইয়া শরীফ, মেহরাব হোসেন অপি, পল্লী বিদ্যুৎ ও বিএডিসি প্রতিনিধি সহ উপজেলার প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন দফরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page