জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় শ্রেষ্ঠত্বের স্মারক পেলো কুমিল্লা জেলা প্রশাসন

নেকবর হোসেন।।
জন্ম মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে কুমিল্লা জেলা।

জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির’ হাত থেকে সম্মাননা গ্রহন করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন।

এছাড়াও জাতীয় পর্যায়ে রাজশাহী বিভাগীয় কমিশনার এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে সম্মাননা পাচ্ছেন যশোর, নওগা, নারায়নগঞ্জ, ঝিনাইদহ, কুড়িগ্রাম, সিলেট, বরগুণা ও শেরপুর।

জন্ম ও মৃত্যু নিবন্ধনকরন এবং জন্ম ও মৃত্যু নিবন্ধণ দক্ষতার সাথে সম্পাদনের স্বীকৃতি স্বরূপ জাতীয় ও বিভাগীয় পর্যায়ে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

জানা গেছে, দেশের অন্যান্য জেলার তুলনায় ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় কুমিল্লা জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের কার্যক্রমে চাপ থাকা সত্ত্বেও জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের দক্ষতা ও তড়িৎ সাড়া প্রদানের কারণে এই জেলা চট্টগ্রাম বিভাগে ধারাবাহিকভাবেই প্রথম স্থান অর্জন করে। এরই স্বীকৃতি সরূপ এবার জাতীয়ভাবে কুমিল্লা জেলা প্রশাসন সম্মানিত হলো।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page