০৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাজেক ভ্রমণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় এক নিহত কুমিল্লায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক ৫ দফা দাবিতে বুড়িচংয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎জুলাই সনদ ও পিআর পদ্ধতি ছাড়া দেশে নির্বাচন হবে না -ড. মোবারক হোসাইন মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে- ড. মারুফ হোসেন চৌদ্দগ্রামে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল কুমিল্লার দাউদকান্দিতে তরিকা নিয়ে কলহের জেরে বৃদ্ধাতে হত্যা চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনিয়নে মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লায় র‌্যাব-১১ এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পৃথিবীর অষ্টম সর্বোচ্চ চূড়া জয় করলেন কুমিল্লার তমাল

‎জুলাই সনদ ও পিআর পদ্ধতি ছাড়া দেশে নির্বাচন হবে না -ড. মোবারক হোসাইন

  • তারিখ : ১১:২৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • 33

‎মো. বাছির উদ্দিন।।
জুলাই সনদ ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন।

তিনি বলেন, তরুণ প্রজন্ম জুলাই আন্দোলনে যে রক্ত দিয়েছে, তার ন্যায্য বিচার না করে নতুন সরকার গঠন করা হলে সেই বিচার কখনোই সম্পূর্ণ হবে না। তিনি আরও দাবি করেন, আগামীর নির্বাচন অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত হতে হবে, স্বৈরাচারদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং আহত তরুণদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিএনজি স্ট্যান্ড এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম ভূইঁয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকীসহ স্থানীয় ও জেলা পর্যায়ের জামায়াত ও সহযোগী সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নির্বাচন আয়োজনের জোর দাবি জানান এবং তরুণদের ত্যাগের ন্যায্য প্রতিদান নিশ্চিত করার আহ্বান জানান।

error: Content is protected !!

‎জুলাই সনদ ও পিআর পদ্ধতি ছাড়া দেশে নির্বাচন হবে না -ড. মোবারক হোসাইন

তারিখ : ১১:২৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

‎মো. বাছির উদ্দিন।।
জুলাই সনদ ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন।

তিনি বলেন, তরুণ প্রজন্ম জুলাই আন্দোলনে যে রক্ত দিয়েছে, তার ন্যায্য বিচার না করে নতুন সরকার গঠন করা হলে সেই বিচার কখনোই সম্পূর্ণ হবে না। তিনি আরও দাবি করেন, আগামীর নির্বাচন অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত হতে হবে, স্বৈরাচারদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং আহত তরুণদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিএনজি স্ট্যান্ড এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম ভূইঁয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকীসহ স্থানীয় ও জেলা পর্যায়ের জামায়াত ও সহযোগী সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নির্বাচন আয়োজনের জোর দাবি জানান এবং তরুণদের ত্যাগের ন্যায্য প্রতিদান নিশ্চিত করার আহ্বান জানান।