তুরস্কের পাশে সহযোগিতার হাত বাড়ালো কুমিল্লার একদল যুবক

মোঃ জহিরুল হক বাবু।।
শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে।

সর্বশেষ তথ্য তুলে ধরে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, তুরস্কে ভূমিকম্পে এখন পর্যন্ত ৪০ হাজার ৬৪২ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে প্রতিবেশী দেশ সিরিয়ায় পাঁচ হাজার ৮০০ জনেরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে, যা বেশ কয়েকদিন ধরে পরিবর্তিত হয়নি।

এই বিপর্যয়ে তুরস্কের পাশে সহযোগিতার হাত বাড়ালো কুমিল্লার একদল যুবক।

ভিডিও দেখতে ক্লিক করুন।

জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার বারেশ্বর গ্রামের যুবসমাজের উদ্যোগে, তুরস্ক সিরিয়ার পাশে দাঁড়ানোর লক্ষে গত ১৪ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অর্থ সংগ্রহ শুরু হয়।
তিন দিনে প্রায় ১ লাখ ১০হাজার টাকা সংগ্রহ করা হয়। এই টাকা দিয়ে শনিবার (১৮ ফেব্রুয়ারি) ২৮০ পিচ কম্বল ক্রয় করে বাংলাদেশস্থ তুরস্ক দূতাবাসে পৌছে দেয় তারা। তাদের এমন উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।

অর্থ সংগ্রহ শেষে বাংলাদেশস্থ তুরস্ক দূতাবাসে গিয়ে কম্বল দিয়ে আসেন বারেশ্বর গ্রামের হাফেজ মুহাম্মদ ছাব্বির আহমাদ, খন্দকার বশির আহমাদ, মুহাম্মদ ইয়াছিন, মুহাম্মদ সোহাগ মিয়া।

তারা বলেন, বিপদের সময়ের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে মানুষের পাশে থাকা প্রয়োজন। আমরা সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করছি। সেইসাথে বিত্তবানদের তুরস্কের মানুষের পাশে থাকার জন্য অনুরোধ জানায় তারা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page