০৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ছেলে রুটি খুব পছন্দ করতো, ছেলে নেই; এক বছর বাসায় রুটি বানাইনি -শহীদ হামিদুরের মা কুমিল্লা থেকে অপহরণ, মুক্তিপণ না পেয়ে কক্সবাজারে নিয়ে হত্যা: তিন জন গ্রেপ্তার বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা ছয় মাসেও দেশে ফিরল না কুমিল্লার প্রবাসী আকাশের মরদেহ বুড়িচংয়ে খাল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান শুরু: জনগণের সহযোগিতা চাইলেন ইউএনও অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়াকে কুমিল্লা প্রেসক্লাবে বিদায়ী সংবর্ধনা শাহরাস্তিতে ব্যারিস্টার কামাল উদ্দিনের নেতৃত্বে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি ব্রাহ্মণপাড়ায় এক মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা ব্রাহ্মণপাড়ায় ড্রেজার দিয়ে জলাধার ভরাট, অর্ধলাখ টাকা জরিমানা বাইউস্টে “রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” আয়োজিত

দাউদকান্দিতে আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীর সমর্থককে জরিমানা

  • তারিখ : ১০:০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • 2

দাউদকান্দি প্রতিনিধি।।
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের দুই প্রার্থীর সমর্থককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান আজ সোমবার ওই দুজনকে এ অর্থদণ্ডের আদেশ দেন।

বেলা তিনটায় দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নে অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট লক্ষ্য করেন, জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল প্রতীক) মোহাম্মদ আমির হোসেনের সমর্থক মো. দিদার হোসেন যানবাহনে পোস্টার লাগাচ্ছেন। পরে দিদার হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের আচরণবিধি মেনে প্রচারণা করার জন্য নির্দেশ দেওয়া হয় ও সতর্ক করা হয়।

এর আগে বেলা আড়াইটায় একই ইউনিয়নের রায়পুর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে একাধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন করার দায়ে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) আবদুস সবুরের সমর্থক ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণার নির্দেশ দেওয়া হয় এবং সতর্ক করা হয়।

দাউদকান্দিতে আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীর সমর্থককে জরিমানা

তারিখ : ১০:০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩

দাউদকান্দি প্রতিনিধি।।
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের দুই প্রার্থীর সমর্থককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান আজ সোমবার ওই দুজনকে এ অর্থদণ্ডের আদেশ দেন।

বেলা তিনটায় দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নে অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট লক্ষ্য করেন, জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল প্রতীক) মোহাম্মদ আমির হোসেনের সমর্থক মো. দিদার হোসেন যানবাহনে পোস্টার লাগাচ্ছেন। পরে দিদার হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের আচরণবিধি মেনে প্রচারণা করার জন্য নির্দেশ দেওয়া হয় ও সতর্ক করা হয়।

এর আগে বেলা আড়াইটায় একই ইউনিয়নের রায়পুর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে একাধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন করার দায়ে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) আবদুস সবুরের সমর্থক ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণার নির্দেশ দেওয়া হয় এবং সতর্ক করা হয়।