নিজস্ব প্রতিবেদকঃ
প্রায় দুই বছর পর বরুড়ার আলোচিত ফেয়ার হসপিটালের পরিচালকদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বরুড়ার মৌলভীবাজারে অবস্থিত হসপিটালের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
হসপিটালের পরিচালক জাকির হোসেন আনুর সভাপতিত্বে এতে হসপিটালের পরিচালক মো: মনিরুজ্জামান, শামসুল আলম শামীম, মো: আমান উল্লাহ, শ্রী শংকর প্রসাদ দত্ত, মো: জামাল হোসেন হাজী আবদুল জলিল, সালেহ উদ্দিনসহ ৫০-৬০জন অংশীদার উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২৭ ফেব্রুয়ারি হাসপাতালটির বিশেষ সাধারণ সভায় কার্যকরী কমিটি গঠন করে সে কমিটিকে হাসপাতালের সকল কার্যক্রম বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতালটির পরিচালক সালেহ উদ্দিনের প্রস্তাবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, গত ২০২০ সালের ২৪ সেপ্টেম্বরের পর থেকে হাসপাতালটির নির্বাহী পরিষদ নেই। নির্বাচন কমিশনের মেয়াদও উত্তীর্ণ হয়েছে।
বর্তমানে যে সকল মালিকগন হসপিটালে অবস্থান করছে তাদের সাথে বহুবার আলোচনা করেও অদ্যাবধি হসপিটালের সাধারণ সভার আয়োজন করা যায়নি।
এমতাবস্থায় গত ৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) হসপিটাল অডিটোরিয়ামে নিয়মিত মাসিক সাধারণ সভা আহবান করা হয়। জাকির হোসেন আনুর সাক্ষরিত এক চিঠিতে সকল পরিচালক, অংশীদারদের এ সভা ডাকা হলে বেশ কয়েকজন পরিচালকসহ ৫০-৬০ জন অংশীদার এতে উপস্থিত হন।
আরো দেখুন:You cannot copy content of this page