দুবাইয়ে বিদ্যুৎস্পর্শে কুমিল্লার যুবকের মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার।।
আরব আমিরাতের দুবাইয়ে বিদ্যুৎস্পর্শে কাজী আজহারুল ইসলাম (৪৪) নামের এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে গ্যারেজ থেকে গাড়ি বের করার সময় বৈদ্যুতিক লাইন থেকে গাড়িতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রবাসী কাজী আজহারুল ইসলাম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের বড় সাঙ্গীশ্বর গ্রামের মরহুম কাজী ইদ্রিসের ছেলে। কাজী ইদ্রিসের ৬ ছেলে ও ২ মেয়ের মধ্যে কাজী আজহারুল ইসলাম সবার ছোট।

কাজী আজহার এক মাস পূর্বে ছুটি শেষে দুবাইয়ে তার কর্মস্থলে ফিরে যান। তিনি দুই পুত্রসন্তানের জনক। এ ছাড়া কাজী আজহারের স্ত্রী সন্তানসম্ভাবনা। কাজী আজহারের মৃত্যু ও পারিবারিক তথ্য নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই কাজী নুরে আলম সিদ্দিক।

প্রবাসী কাজী আজহারের এমন আকস্মিক মৃত্যুর খবরে তার পরিবারে চলতে মাতম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এ ব্যাপারে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। ওই প্রবাসীর পরিবার অথবা সরকারি কোনো দপ্তর থেকে আমাকে এ ব্যাপারে জানানো হয়নি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page