
স্টাফ রিপোর্টার।।
আলোকিত সমাজ নির্মানে গুনীজনদের পথ অনুস্মরণ করেই আমাদের এগুতে হবে। গুনীজনদের সম্মানীত করলেই সমাজ সম্মানীত হবে। শিক্ষায় আমরা এগিয়েছি কিন্তু গুনগত শিক্ষায় পিছিয়ে আছি। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের এক সাথে কাজ করতে হবে।
শনিবার (৪ অক্টোবর) সকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ‘মুগসাইর-এগার গ্রাম উচ্চ বিদ্যালয়’ মাঠে আয়োজিত কৃতি শিক্ষার্থী, বিদায়ী শিক্ষক, মরণোত্তর শিক্ষক- কর্মচারী ও সমাজ উন্নয়নে অবদান রাখা প্রবীণ গুনীজদের সংবর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ডাঃ শেখ মো. মজিবুর রহমান ওই বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানটি প্রাক্তন ও বর্তমান শিক্ষক- শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবক ও সূধীজনদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিনত হয়।
মুগসাইর-এগার গ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি হাজী মো. ইউনুছ মিয়ার সভাপতিত্বে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্টার মো. এমদাদুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউছুফপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জাকারিয়া ম্যানেজার, বিশিস্ট আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলাম, প্রকৌশলী মো. রমিজ উদ্দিন, ফিউচার বিল্ডার্স লিঃ’র পরিচালক মো. সাজেদুল আলম বাদল, চিত্রা ইমপেক্স’র নির্বাহী পরিচালক মো. এরশাদ আলম মজুমদার, নিজা এন্টারপ্রাইজ লিঃ’র নির্বাহী কর্মকর্তা মো. রিফাত হোসাইন বাছির।
এসময় গুণিজন সম্মাননা জানানো হয় সাবেক মেম্বার নোয়াব মিয়া, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আলী হোসেন মাস্টার, সাবেক কর্মচারী মো. জুনাব আলীকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন।
সকালে মুগসাইর এগার গ্রাম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন দাতা সদস্যদের নামে নাম ফলক উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান কার্যক্রমের উপর একটি প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ, এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় সভাপতি মো ইউনুছ মিয়া বলেন, ‘ প্রতিষ্ঠানের জন্য কাজ করতে গিয়ে কখন তিন-রাত কেটেছে টের পাইনি। আজকে প্রতিষ্ঠানকে ভাল একটি জায়গায় পৌছে দিতে অনেক লড়াই করতে হয়েছে৷ আশা করছি ভবিষ্যতে এর সুফল পাবে বিদ্যালয়টি’।