
সোহরাব হোসেন।।
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজার শান্তিপূণৃভাবে অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দেবিদ্বার উপজেলা পরিষদ হল রুমে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন দেবিদ্বার সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মোহাম্মদ শরিফুল ইসলাম ফুয়াদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মঈন উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী মু. সাইফুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মাসুদ হাসান, দেবিদ্বার পূজা উদযাপন কমিটির সভাপতি বিমল কুমার দত্ত, সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দত্ত, পৌর বিএনপির আহবায়ক ভিপি মহিউদ্দিন মাহফুজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ আবদুর রহমান ও সাবেক শিবির নেতা নাঈম সরকার প্রমুখ।
উল্লেখ্য দেবিদ্বার উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১০৩টি পূজা মন্ডপে এ বছর শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন সেচ্ছাসেবী টিম কাজ করবে এবং সার্বক্ষনিক মনিটরিং এর জন্য উপজেলা ট্যাগ অফিসারদের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে বলে জানা যায়।