নতুন অ্যাম্বুলেন্স পেল বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

আরাফাত হোসেন, বরুড়াঃ
আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি নতুন অ্যাম্বুলেন্স পেল কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা হেলথ কেয়ার (UHC) শাখা থেকে এই বরাদ্দ দেয়া হয়েছে।বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল এর নিজ ফেসবুক টাইম লাইনে অ্যাম্বুলেন্স প্রাপ্তির কথা জানিয়েছেন। নতুন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেয়ায় কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

এছাড়াও, স্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা হেলথ কেয়ারের (UHC) উপপরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার (প্রকিউরমেন্ট এন্ড লজিস্টিকস) হাসিবুর রহমান ভূঁইয়া হাসিব এবং কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন দিগন্তের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বরুড়ার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল।

জানা যায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দৈনিক ৫০০-৬০০ রোগী আউটডোরে চিকিৎসা সেবা নেয়,প্রতি সপ্তাহে নরমাল ডেলিভারি ও সিজারিয়ান বেড়ে চলছে,বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারন মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page