ন্যশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী ৯ মাসে ৬ শত কোটি টাকা বীমা দাবী পরিশোধ করেছেন

গোলাম কিবরিয়া।।
ন্যশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের মুখ্য কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন, ন্যশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী গ্রাহকের বীমা দাবী পরিশোধে সবসময় অগ্রাধিকার দিয়ে আসছে। কোম্পানিটি গত ৯ মাসে গ্রাহকের ৬ শত কোটি টাকা বীমা দাবী পরিশোধ করেছেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আরো ৪ শত ৬০ কোটি টাকা পরিশোধ করবে।

বুধবার দুপুরে কুমিল্লা পদুয়ার বাজার এলাকায় ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডের উন্নয়ন সভা ও বীমা দাবী পরিশোধ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, বৃহত্তর কুমিল্লায় ইতিমধ্যে ১ শত কোটি টাকার উপর বীমা দাবীর চেক পরিশোধ করা হয়েছে। ন্যশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী গ্রাহকদের সেবার মান নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।

কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মতিউর রহমান, জন বীমা ভাইস প্রেসিডেন্ট হেলাল আহমেদ, ভাইস প্রেসিডেন্ট সেলিম খান, এরিয়া প্রধান শামীম খান, মোঃ কামরুজ্জামান স্বপন, আলমগীর হোসেন মিয়াজি।

হোমনা জোন প্রধান মোঃ আবদুছ ছাত্তার এর উপস্থাপনায় অনুষ্ঠানে জোন প্রধান, সহকারী জোন প্রধান, ডিসিগন বক্তব্য রাখেন।

আলোচনা শেষে বিভিন্ন গ্রাহকদের ১৬ কোটি ৭২ লাখ টাকা বীমা দাবীর চেক পরিশোধ করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page