বরুড়ায় ছোটতুলাগাঁও কলেজ পরিদর্শন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল এমপি

বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের ছোটতুলাগাঁও মহিলা কলেজে পরিদর্শন করেন গণপ্রজাতান্ত্রী বাংলাদেশ সরকারে শিক্ষা উপমন্ত্রী মহিবুল্লাহ হাসান চৌধুরী নাওফেল এমপি।এই সময় কলেজ পরিদর্শন শেষে বিকাল ৪টায় কলেজ অডিটিরিয়ামে সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি,অডিটের মহাহিসাব নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী,চট্রগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, কলেজ দাতা সদস্য ড. ইন্জিনিয়ার ফজলুর রহমান, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) বিভাগের আঞ্চলিক কর্মকর্তা প্রফেসর সোমেশ কর চৌধুরী।

এই সময় আরো উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন লিংকন, বরুড়া পৌরসভার মেয়র মোঃ বক্তার হোসেন বখতিয়ার, বরুড়া উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান,বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম সহ আরো অনেক নেতৃবৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছোটতুলাগাঁও মহিলা কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি তোফাজ্জল আলী মিয়া।

এই সময় বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি বলেন ছোটতুলাগাঁও মহিলা কলেজের সুনাম বরুড়ায় নয় সারা দেশে ছড়িয়ে পড়েছে তা ধরে রাখতে হবে, এই কলেজের যে সমস্যাগুলো রয়েছে তা সমাধান ও কলেজের প্রাক্তন ছাত্রী শান্তা যেই দাবি করেছে তা পূরনে আমি মন্ত্রী মহোদয়ের সার্বিক সহযোগিতা কামনা করছি।এখন দেশে শিক্ষা ছাড়া গতি নাই সবাই নিজেদের পরিবারের সদস্যদের শিক্ষা নিশ্চিত করতে হবে

এই সময় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নাওফেল এমপি বলেন এগিয়ে যেতে হবে সমান ভাবে ছেলেদের সঙ্গে বাস্তবিক শিক্ষা জরুরী আমি যতদূর থেকে শুনি এই প্রতিষ্ঠানের সুনাম আজ দেখার সুযোগ হয়েছে ছোট তুলাগাঁও মহিলা কলেজ সরকারি ঘোষণা না করে হোস্টেলের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি কারিগরি শিক্ষার দিকে এগিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানান।

তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী মায়ের মত ১৭ কোটি মানুষকে আগলে রেখেছেন সাবেক খাদ্যমন্ত্রী একজন মহিলা ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী ও মহিলা ছিলেন তিনারা মায়ের জায়গা থেকে আমাদেরকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য উন্নয়নের মহাসড়ক মাস্টার প্ল্যান করেছেন তা আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে যেমন মেট্রোরেল কর্ণফুলী টানেল ইতিমধ্যেই আমরা পাতাল রেলের দিকে পা বাড়াচ্ছি।ছোটতুলাগাঁও মহিলা কলেজ উন্নয়নে সকল সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page