বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় জশনে জুলুস উদযাপিত

বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়ায় ধর্মীয় ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আজ ৯ই অক্টোবর সকাল ১১ টায় বরুড়া উপজেলা ঈদে মিলাদুন নবী (সাঃ)উদযাপন কমিটির আয়োজনে বরুড়া পৌরসদর বাজারে মিছিল ও বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই সময় বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির আহবায়ক বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসা প্রতিষ্ঠাতা আলহাজ্ব ক্বারী আবদুল গফুর এর সুযোগ সন্তান মাওলানা আবদুল হান্নান (এম.এ) এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম, উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা সাংবাদিক ইলিয়াছ আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, রাজামারা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মফিজুল ইসলাম, খোশবাস দরবার শরীফে পীর সাহব শামসুল আরেফিন, উদযাপন কমিটির প্রধান মাওলানা মুহাম্মদ মাসুদ পাটোয়ারী, মাওলানা আবদুল হান্নান, মাওলানা শামীম রেজা, মাওলানা মোঃ মোতালেব হোসাইন, মাওলানা রিয়াদ হোসাইন সহ আরো বক্তব্য রাখেন মাওলানা জাহাঙ্গীর, মাওলানা মুফতি জামাল উদ্দিন মমতাজী , মাওলানা জামাল নোমানী, মাওলানা মকবুল, মাহদিয়া দরবারের পীর মাওলানা নুরুল্লাহ খন্দকার বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বরুড়া উপজেলার সভাপতি মোঃ জাহিদুর রহমান প্রমুখ ।

এদিন আলোচনা শেষে মুনাজাত করেন সোনাচর পীর সাহেব মাওলানা ওমর ফারুক খন্দকার, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মুফতি জিয়াউদ্দিন ভুঁইয়া। এই দিন বক্তরা বক্তব্য বলেন ৫৭০ খ্রিষ্টাব্দের এদিনে মানবজাতির জন্য রহমত হিসেবে মহানবী হজরত মুহাম্মদ (সা.) দুনিয়ায় আসেন। রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩ বছর বয়সে ৬৩২ খ্রিষ্টাব্দে ১১ হিজরির ঠিক এদিনেই তিনি দুনিয়া থেকে ওফাত নেন মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) । দিনটি মুসলিম উম্মাহর কাছে বিশেষ গুরুত্ব বহন করে। এ সময় বক্তারা আরো বলেন যদি মহানবী হজরত মুহাম্মদ সাঃ এর সৃষ্টি না হতো তাহলে কুলকায়েনাত কিছুই সৃষ্টি হতো না। বর্তমান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকার দিনটিকে সরকারিভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করার কারনে জুলুসকারীরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা পোষণ করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page