বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন

আরাফাত হোসেন,বরুড়া।।
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়,স্বাধীন হওয়ার ৫১ বছরে উত্তীর্ণ হলো বাংলাদেশ।এই দিনে সারা দেশের ন্যায় কুমিল্লার বরুড়ায় আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সকাল ৬ টায় বরুড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে, উপজেলা প্রশাসন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,বরুড়া পৌরসভা, বরুড়া উপজেলা আওয়ামী লীগ, জাতীয়পার্টি,বিএনপি, সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক পুস্প স্তবক অর্পন করেন।

এর পরে বরুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দলের ডিসপ্লে প্রদশর্নী,কুচকাওয়াজ,বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনের মাধ্যমে অনুষ্ঠান শেষ করে,উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীদের মাঝে পুরষ্কার বিতরনী, বীরমুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা দেওয়া হয়।দুপুরে জুমা’র নামাজ আদায় শেষে উপজেলা পরিষদ মসজিদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার ও জাতির উদ্যেশে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর উদ্যেগে সকালে পুস্প স্তবক অর্পন শেষে নিজ দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ,অনুষ্ঠিত হয়।তার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ বরুড়া উপজেলা ও পৌরসভা শাখা কুমিল্লা ০৮ আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপির উদ্যেগে নিজ দলীয় কার্যালয়ে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।আরেকদিকে বরুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম এর উদ্যেগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরুড়া উপজেলা ও পৌরসভা শাখার উদ্যেগে পুস্প স্তবক অর্পন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত হয়,বাংলাদেশ জাতীয়পার্টি বরুড়া উপজেলা ওলামা পার্টির আহ্বায়ক ইরফান বিন তোরাব আলী সহ সাবেক সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন এর উদ্যেগে শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন করে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এছাড়া বরুড়া উপজেলার সামাজিক সংগঠন গুলোর মধ্যে ওরাই আপনজন,বরুড়া শান্তি সংঘ,জীবনশৈলী,রক্তঋন সহ অনেকগুলো সামাজিক সংগঠন পুস্প স্তবক অর্পণ সহ নানা কর্মসূচী পালন করে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page