
মোঃ জহিরুল হক বাবু।।
পবিত্র রমজান মাসকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইন্জিনিয়ার জয়নাল আবেদীন ও তার সন্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু’র ব্যবস্থাপায় একটি দাতব্য সংস্থার সহযোগীতায় অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
এতে দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে পৌঁছানো হচ্ছে ইফতার সামগ্রী। ইউনিয়নের হরিপুর, জরুইন ও যদুপুর গ্রামের মানুষের হাতে ১টি বক্সে চাল ১০ কেজি, খেজুর ১ কেজি, ছোলা ২ কেজি, সয়াবিন তেল ১ কেজি, মুড়ি ১ কেজি, ডাল ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, আটা ১ কেজি, চিড়া ১ কেজি, সেমাই ২ প্যাকেট, চিনি ১ কেজি , আলু ১ কেজি সহ প্রায় ২৩ কেজি ওজনের নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য তুলে দেয়া হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইন্জিনিয়ার জয়নাল আবেদীন এসব ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

খাদ্যসামগ্রী পেয়ে যদুপুর এলাকার রহিমা বেগম বলেন, ‘বাজারে সব জিনিসের দাম বাড়ছে আর বাড়ছে। সামনে রমজান মাস। আমাদের মতো গরিব মানুষেরা পরিবার-পরিজন নিয়ে খাদ্য সংকটে ভুগছে। ঠিক ওই সময় চেয়ারম্যানের সাহায্য পাওয়া মানে মরুভূমিতে বৃষ্টির দেখা। যদিও চেয়ারম্যান ও তাঁর পরিবারের পক্ষ থেকে প্রতি বছরেই গ্রামের অসহায় মানুষকে রমজানের আগে খাদ্য সহায়তা দিয়ে থাকেন।’
খাদ্য সহায়তা পেয়ে হরিপুর গ্রামে দিন মজুর আনোয়ার হোসেন বলেন, তিন ছেলে মেয়ে নিয়ে তাঁর অভাবের সংসার। মাঝে মধ্যে ভাড়ায় ব্যাটারীচালিত অটো রিকশাচালক চালান তিনি। অসুস্থ্যতায় তাও পারছেন না কয়েক সপ্তাহ ধরে। এই সময়ে খাদ্য সহায়তা পেয়ে ভালোই লাগছে। আলহাজ্ব ইন্জিনিয়ার জয়নাল আবেদীন চেয়ারম্যান নয়, তিনি গরিবের বন্ধুও।’
চেয়ারম্যান আলহাজ্ব ইন্জিনিয়ার জয়নাল আবেদীন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যার যার সামর্থ্য অনুযায়ি অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। তাঁরই অংশ হিসেবে অসহায় মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করতেছি। আমি মনেকরি এতে অসহায় মানুষদের কিছুটা হলেও কষ্ট লাঘব হবে। পর্যাক্রমে ইউনিয়নের সকল গ্রামের অসহায় মানুষের জন্য আমার পরিবারেরর এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।’
ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইন্জিনিয়ার জয়নাল আবেদীন ও তার সন্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু, সদর ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম, হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম মাস্টার, গোলেন্ডন জহির, হাসান মাষ্টারসহ হরিপুর জরুইন এবং যদুপুর গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











