বুড়িচংয়ে গাজা ও স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি আটক

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে ব্যাটারি চালিত অটো রিকশা ও সিএনজি চালিত অটো রিকশায় তল্লাশি চালিয়ে ৯৪ বোতল ভারতীয় স্কাফ সিরাপ ও ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি অটো রিকশা ও একটি সিএনজি জব্দ করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বিষটি নিশ্চিত করে জানান, মাদক চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে মঙ্গলবার (২৭ মে) দুপুরে বুড়িচং থানা পুলিশের একটি দল বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা এলাকায় সড়কের চেকপোস্ট বসায়।

এ সময় সীমান্তবর্তী ফকিরবাজার এলাকা থেকে একটি ব্যাটারি চালিত অটো রিকশা ও একটি সিএনজি চালিত অটো রিকশা আটক করে পুলিশ।

পরে আটো রিকশা ও সিএনজিতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়, এছাড়া সিএনজিতে থাকা আরো একজন পুলিশের উপস্থিতির টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে অটো রিকশা ও সিএনজি তল্লাশি করে ৯৪ বোতল ভারতীয় স্কাফ সিরাপ ও দশ কেজি গাঁজা জব্দ করা হয়।

আটকৃতরা হলো- কুমিল্লা কোতোয়ালি থানার মহেশপুর গ্রামের মৃত আবুল কাশেম এর ছেলে মোহাম্মদ জুয়েল, একই থানার শিমড়া (বড়বাড়ি) গ্রামের পানু মিয়ার ছেলে মোঃ রাকিব মিয়া।

এছাড়া পালিয়ে যাওয়া ব্যক্তির নাম রহমত আলী, সে মহেশপুর এলাকার হাসু মিয়ার ছেলে।

এ ঘটনায় পুলিশ আটককৃত ও পলাতক আসামির বিরুদ্ধে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অটো রিকশা ও সিএনজিকে জব্দ করে থানায় নিয়ে আসে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page