মোঃ জহিরুল হক বাবু।।
গোমতী নদীর কুমিল্লার বুড়িচং অংশে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে মাটি ও বালি উত্তোলনের অপরাধে এক ইউপি সদস্যকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম।
তিনি জানান, গোমতী নদীর বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় অবৈধ ভাবে ড্রেজার দিয়ে নদী থেকে মাটি ও বালি উত্তলণের খবরে বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সেলিম মোল্লার মালিকানাধীন একটি ড্রেজার জব্দ করে পাইপসহ ধ্বংস করা হয়। এছাড়া অবৈধ ড্রেজার চালানোর অপরাধে সেলিম মোল্লাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে নদীতে ড্রেজার না চালানোর মুচলেকাও নেয়া হয়।
অভিযানে বুড়িচং থানা পুলিশের একটি দল সহায়তা করেন। মাটি ও বালি উত্তলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আরো দেখুন:You cannot copy content of this page