০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফ্যাসিবাদ মোকাবেলা ব্যর্থ ইউনূস সরকার; কুমিল্লায় ইসলামী ৮ দলের নেতারা কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান দেবিদ্বারে লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় মাদক সেবনে বাধা দেয়ায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা হাজী ইয়াছিনের পক্ষে দিনব্যাপী অবস্থান কর্মসূচি; ১১তম দিনে দলীয় কার্যালয়ে অবস্থান বুড়িচংয়ে কোরপাই থেকে নাজিরা বাজার পর্যন্ত টহল-চেকপোস্টে তল্লাশি জোরদার কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার কুমিল্লা–৬ আসনে টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান

বুড়িচংয়ে জরইন স্টুডেন্টস ফোরামের উদ্যোগে অন্যরকম ঈদ উৎসব পালন

  • তারিখ : ০৮:৫৩:০০ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • 60

জহিরুল হক বাবু।।
ঈদে অন্যরকম এক আনন্দে মাতলো কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ছোট্ট গ্রাম জরইন। সবার মাঝে স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে গ্রামের তরুনদের সংগঠন জরইন স্টুডেন্টস ফোরাম আয়োজন করে সাড়ে ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা; জরইন মিনি ম্যারাথন।

রবিবার ঈদের ২য় দিন ভোরে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রামের আঁকাবাকা পথ ধরে ফিনিশ লাইনের দিকে ছুটে যান শতাধিক দৌড়বিদ।

রবিবার ভোরের আলো ফুটতেই অপেশাদার রানারদের পদচারণায় মুখর হয়ে উঠে জরইন গ্রাম। ঈদগাহ মাঠে ওয়ার্ম আপ শেষে স্টার্টিং লাইনে দাঁড়ান রানাররা। বেজে ওঠে জাতীয় সংগীত। তারপর ঘড়ির কাঁটায় ৬টা ২০ বাজতেই শুরু হয় দৌড়। বিভিন্ন বয়সী রানাররা ছুটতে থাকেন ফিনিশ লাইনের দিকে।

জরইন বড় ব্রীজ থেকে রাজাপুর রেল স্টেশন সংলগ্ন পয়েন্ট হয়ে আবারও জরইন। একসাথে এক জার্সিতে রানারদের অদম্য ছুটে চলা। মাত্র ২৪ মিনিটেই সাড়ে ৫ কিলোমিটার দৌড় শেষ করে জরইন মিনি ম্যারাথন প্রথম আসরের চ্যাম্পিয়নের মুকুট জিতে নেন মো: সাব্বির। ২৪ মিনিট ৭ সেকেন্ডে দৌড় শেষ করা নাছির প্রথম রানার আপ ও ২৫ মিনিট ১৩ সেকেন্ড সময় নেয়া মারুফ ২য় রানার আপের খেতাব জিতেন। প্রতিযোগিতার কাট-অফ টাইম ছিলো ১ ঘন্টা।

পরে জরইন ঈদগাহ মাঠে অনাড়ম্বর এক অনুষ্ঠানে শীর্ষ ১০ প্রতিযোগীর হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে দৌড় শেষ করা প্রত্যেককে দেয়া হিয় ক্রেস্ট ও সারটিফিকেট।

শহরে এ ধরণের দৌড় প্রতিযোগিতা এখন বেশ জনপ্রিয়। তবে গ্রামে খুব একটা দেখা যায় না। আয়োজকরা জানিয়েছেন, গ্রামের মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বার্তা ছড়িয়ে দিতেই তাদের মিনি ম্যারাথনের আয়োজন। যা স্থানীয় উপজেলায় প্রথম। গ্রামের পাশাপাশি দূরদূরান্তের অনেক রানারও এই প্রতিযোগিতায় অংশ নেন।

error: Content is protected !!

বুড়িচংয়ে জরইন স্টুডেন্টস ফোরামের উদ্যোগে অন্যরকম ঈদ উৎসব পালন

তারিখ : ০৮:৫৩:০০ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫

জহিরুল হক বাবু।।
ঈদে অন্যরকম এক আনন্দে মাতলো কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ছোট্ট গ্রাম জরইন। সবার মাঝে স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে গ্রামের তরুনদের সংগঠন জরইন স্টুডেন্টস ফোরাম আয়োজন করে সাড়ে ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা; জরইন মিনি ম্যারাথন।

রবিবার ঈদের ২য় দিন ভোরে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রামের আঁকাবাকা পথ ধরে ফিনিশ লাইনের দিকে ছুটে যান শতাধিক দৌড়বিদ।

রবিবার ভোরের আলো ফুটতেই অপেশাদার রানারদের পদচারণায় মুখর হয়ে উঠে জরইন গ্রাম। ঈদগাহ মাঠে ওয়ার্ম আপ শেষে স্টার্টিং লাইনে দাঁড়ান রানাররা। বেজে ওঠে জাতীয় সংগীত। তারপর ঘড়ির কাঁটায় ৬টা ২০ বাজতেই শুরু হয় দৌড়। বিভিন্ন বয়সী রানাররা ছুটতে থাকেন ফিনিশ লাইনের দিকে।

জরইন বড় ব্রীজ থেকে রাজাপুর রেল স্টেশন সংলগ্ন পয়েন্ট হয়ে আবারও জরইন। একসাথে এক জার্সিতে রানারদের অদম্য ছুটে চলা। মাত্র ২৪ মিনিটেই সাড়ে ৫ কিলোমিটার দৌড় শেষ করে জরইন মিনি ম্যারাথন প্রথম আসরের চ্যাম্পিয়নের মুকুট জিতে নেন মো: সাব্বির। ২৪ মিনিট ৭ সেকেন্ডে দৌড় শেষ করা নাছির প্রথম রানার আপ ও ২৫ মিনিট ১৩ সেকেন্ড সময় নেয়া মারুফ ২য় রানার আপের খেতাব জিতেন। প্রতিযোগিতার কাট-অফ টাইম ছিলো ১ ঘন্টা।

পরে জরইন ঈদগাহ মাঠে অনাড়ম্বর এক অনুষ্ঠানে শীর্ষ ১০ প্রতিযোগীর হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে দৌড় শেষ করা প্রত্যেককে দেয়া হিয় ক্রেস্ট ও সারটিফিকেট।

শহরে এ ধরণের দৌড় প্রতিযোগিতা এখন বেশ জনপ্রিয়। তবে গ্রামে খুব একটা দেখা যায় না। আয়োজকরা জানিয়েছেন, গ্রামের মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বার্তা ছড়িয়ে দিতেই তাদের মিনি ম্যারাথনের আয়োজন। যা স্থানীয় উপজেলায় প্রথম। গ্রামের পাশাপাশি দূরদূরান্তের অনেক রানারও এই প্রতিযোগিতায় অংশ নেন।