বুড়িচংয়ে ধান ক্ষেত থেকে লজিং শিক্ষকের মরদেহ উদ্ধার

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার নামতলা এলাকার একটি ধানের জমি থেকে হাফেজ সাদেকুর রহমান (২২) নামে এক লজিং শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ৯ টায় উপজেলার ময়নামতি ইউনিয়নের নমতলা পূর্বপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে দেবপুর ফাঁড়ি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান, তিনি বলেন সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসি।

ওসি আরো জানান, হাফেজ সাদেকুর রহমানের বাড়ি জেলার চান্দিনা উপজেলার বিচুন্দাইর গ্রামে। তার বাবার নাম বাচ্চু মিয়া।

তিনি আরো জানান, নিহত সাদেক নামতলা গ্রামে আবুল বাশার নামে এক ব্যাক্তির বাড়িতে লজিং মাষ্টার হিসেবে থাকতেন। পাশাপাশি সেনানিবাস এলাকায় একটি মোবাইল দোকানে চাকুরী করতেন। গতকাল রাতে ফুটবল খেলা দেখেন সাদেক। সকালে বাড়ির পাশে ধান ক্ষেতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

ওসি মারুফ আরো জানান, প্রাথমিক ভাবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ জমিতে ফেলা হয়েছে। ঘটনাস্থলে সিআইডির টিম আছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছে। আমরা মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। ময়নাতদন্ত রিপোর্ট আসার পরে মৃত্যুর সঠিক কারন নির্ণয় করা যাবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page