বুড়িচংয়ে ৯ ইউনিয়নে ৫৮৪ জনের মনোনয়নপত্র দাখিল

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় আসন্ন ইউপি নির্বাচন কে সামনে রেখে ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে ৫৮৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার মনোনয়ন পত্র জমা প্রদানের শেষ দিন নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে এ মনোনয়ন পত্র জমা দেন।

রাজাপুর ইউনিয়নে চেয়ারম্যান ১৭, সংরক্ষিত মহিলা সদস্য ১০, সাধারণ সদস্য ৪৬। বাকশীমুল ইউনিয়নে চেয়ারম্যান ১৩, সংরক্ষিত মহিলা সদস্য ৯, সাধারণ সদস্য ৪২। বুড়িচং সদর ইউনিয়নে চেয়ারম্যান ৫, সংরক্ষিত মহিলা সদস্য ১১, সাধারণ সদস্য ৩৯। ষোলনল ইউনিয়নে চেয়ারম্যান ৫, সংরক্ষিত মহিলা সদস্য ১৩, সাধারণ সদস্য ৪৯। পীরযাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান ১০, সংরক্ষিত মহিলা সদস্য ১২, সাধারণ সদস্য ৪২। ময়নামতি ইউনিয়নে চেয়ারম্যান ৬, সংরক্ষিত মহিলা সদস্য ৯, সাধারণ সদস্য ৪৬। মোকাম ইউনিয়নে চেয়ারম্যান ৭, সংরক্ষিত মহিলা সদস্য ১১, সাধারণ সদস্য ৫১। ভারেল্লা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান ৬, সংরক্ষিত মহিলা সদস্য ১২, সাধারণ সদস্য ৪৪। ভারেল্লা দক্ষিন ইউনিয়নে চেয়ারম্যান ১৩, সংরক্ষিত মহিলা সদস্য ১২, সাধারণ সদস্য ৪৪।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারী বুড়িচং উপজেলার ৯ ইউনিয়নে ভোট গ্রহণ হবে। তফসিল অনুযায়ী ১২ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়ন যাচাই-বাছাই হবে ১৫ জানুয়ারি। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ জানুয়ারি।

বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, নির্বাচন বিষয়ে সকল প্রস্তুতি নেয়া হচ্ছে, ইতোমধ্যে ৯ ইউনিয়নের ১০৩ কেন্দ্রে ভোট গ্রহনের জন্য প্রস্তুত করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচন করার লক্ষে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে বৈঠক হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page