বুড়িচং সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় নারী শিশুসহ ৩০ রোহিঙ্গা আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা বুড়িচংয়ের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় থেকে নারী শিশুসহ ৩০ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার সকালে আটককৃতদের বুড়িচং থানায় হস্তান্তর করে বিজিবি। বিকেলে তাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়।

খারেরা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবদুল খালেক জানান, বুধবার রাত সাড়ে ১১ টায় ভারতীয় সীমান্তবর্তী জামতলা এলাকার ২০৬৬ নম্বর মেইন পিলারের সাব ৫ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

তিনি আরো জানান, কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে মানব পাচারকারীদের মাধ্যমে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তারা এখানে এসেছিলো। আটককৃতদের বৃহস্পতিবার সকালে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৮ জন নারী ও ১৬ জন শিশু রয়েছে।

তিনি আরো জানান, সকল কার্যক্রম সম্পন্ন করে বিকেলে তাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page