ব্রাহ্মণপাড়ায় মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ শরিফ খান আকাশ।।
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু হাসনাত মোহাম্মদ মহিউদ্দিন মুবিন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ রানা, থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, নাগাইশ বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ খলিলুর রহমান,সাহেবাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, চান্দলা কেবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্রশীল, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, মোহাম্মদ নুরুল ইসলাম, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার।

শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুল হক ভুইয়া রিপন,সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল করিম, শিক্ষা অফিসার সৈয়দ হালিমা পারভীন, নির্বাচন অফিসার সুলতানা এলিন, আনসার ভিডিপির কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা কামাল উদ্দিন।

উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, জামাতের আমির অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম, জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page