০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার মেঘনায় অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি; ১০ হাজার টাকা জরিমানা চৌদ্দগ্রামে আদালতের রায় উপেক্ষা করে জমির মাটি কাটার অভিযোগ কুমিল্লা সিটি কর্পোরেশনে তিন মাস ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু কুবিতে ভর্তি পরীক্ষা শুরু ৩০ জানুয়ারি; আসন প্রতি লড়বেন ১০৯ জন কুমিল্লায় গ্রাম পুলিশদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মসূচি উদ্বোধন ‎ব্রাহ্মণপাড়ায় বডিফিটিং গাঁজা পাচারকালে ২ নারী আটক কুমিল্লায় আবারও অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: মোবাইল কোর্টে দোকানিকে জরিমানা কুমিল্লার বরুড়া প্রেসক্লাবের সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক মোঃ তাজুল ইসলামের ইন্তেকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১২ শিক্ষার্থী বহিষ্কার বুড়িচংয়ে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

ব্রাহ্মণপাড়ায় শিশু আরশির মৃত্যুর রহস্য উদঘাটন, বড় বোন কারাগারে

  • তারিখ : ০৮:৫২:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • 1548

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সামিয়া জাফরান আরশির ( ৮ ) অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটন করেছে পুলিশ।

এ ঘটনায় রোববার ( ৯ নভেম্বর ) তার বড় বোন সাদিয়া আফরিন আলভিকে ( ১৬ ) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার ( ৯ নভেম্বর ) সকালে শিশু সামিয়া জাফরান আরশির মৃত্যুর ঘটনায় মা তামান্না আক্তার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক ( তদন্ত ) টমাস বড়ুয়া।

পুলিশ জানায়, ঘটনার দিন শনিবার দুপুরে আরশি ও আলভি দুই বোন দুপুরের খাবার খেয়ে তাদের শোবার ঘরে শুয়ে পড়ে। এ সময় তাদের দাদি ফাতেমা বেগম নামাজ শেষে বাইরে যাওয়ার সময় বড় বোন আলভিকে ভেতর থেকে দরজা বন্ধ করতে বলেন। আলভি ঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরে থাকা গোসলখানায় গোসল করতে যান।

আলভি গোসল সেরে বাইরে বের হয়ে ছোট বোন আরশির কাছে যান। সেখানে গিয়ে আরশির সঙ্গে তার বিভিন্ন সময়ে ঘটা খুঁটিনাটি বিষয়কে কেন্দ্র করে রাগে ক্ষোভে লোহার পাইপ ( চুঙ্গি ) দিয়ে মাথায় আঘাত করেন ও গলায় ওড়না পেঁচিয়ে আরশির শ্বাসরোধ করেন।

পরে বড় বোন আলভি আশপাশের লোকজনকে ডাকেন। আশপাশের লোকজন বাড়িতে এসে আরশিকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক ( তদন্ত ) টমাস বড়ুয়া বলেন, শিশু আরশি হত্যার ঘটনায় তার বড় বোন আলভি অভিযুক্ত প্রতীয়মান হওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাদের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আলভি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন এবং হত্যার দায় স্বীকার করেন।

উল্লেখ্য, গত শনিবার ( ৮ নভেম্বর ) বিকেলে উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামের সবদর আলী হাজী বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত সামিয়া জাফরান আরশি ওই এলাকার মোহাম্মদ হোসেন ও তামান্না আক্তার দম্পতির মেয়ে। অভিযুক্ত সাদিয়া আফরিন আলভি তাদের বড় মেয়ে ও নিহতের আপন বড় বোন।

error: Content is protected !!

ব্রাহ্মণপাড়ায় শিশু আরশির মৃত্যুর রহস্য উদঘাটন, বড় বোন কারাগারে

তারিখ : ০৮:৫২:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সামিয়া জাফরান আরশির ( ৮ ) অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটন করেছে পুলিশ।

এ ঘটনায় রোববার ( ৯ নভেম্বর ) তার বড় বোন সাদিয়া আফরিন আলভিকে ( ১৬ ) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার ( ৯ নভেম্বর ) সকালে শিশু সামিয়া জাফরান আরশির মৃত্যুর ঘটনায় মা তামান্না আক্তার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক ( তদন্ত ) টমাস বড়ুয়া।

পুলিশ জানায়, ঘটনার দিন শনিবার দুপুরে আরশি ও আলভি দুই বোন দুপুরের খাবার খেয়ে তাদের শোবার ঘরে শুয়ে পড়ে। এ সময় তাদের দাদি ফাতেমা বেগম নামাজ শেষে বাইরে যাওয়ার সময় বড় বোন আলভিকে ভেতর থেকে দরজা বন্ধ করতে বলেন। আলভি ঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরে থাকা গোসলখানায় গোসল করতে যান।

আলভি গোসল সেরে বাইরে বের হয়ে ছোট বোন আরশির কাছে যান। সেখানে গিয়ে আরশির সঙ্গে তার বিভিন্ন সময়ে ঘটা খুঁটিনাটি বিষয়কে কেন্দ্র করে রাগে ক্ষোভে লোহার পাইপ ( চুঙ্গি ) দিয়ে মাথায় আঘাত করেন ও গলায় ওড়না পেঁচিয়ে আরশির শ্বাসরোধ করেন।

পরে বড় বোন আলভি আশপাশের লোকজনকে ডাকেন। আশপাশের লোকজন বাড়িতে এসে আরশিকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক ( তদন্ত ) টমাস বড়ুয়া বলেন, শিশু আরশি হত্যার ঘটনায় তার বড় বোন আলভি অভিযুক্ত প্রতীয়মান হওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাদের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আলভি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন এবং হত্যার দায় স্বীকার করেন।

উল্লেখ্য, গত শনিবার ( ৮ নভেম্বর ) বিকেলে উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামের সবদর আলী হাজী বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত সামিয়া জাফরান আরশি ওই এলাকার মোহাম্মদ হোসেন ও তামান্না আক্তার দম্পতির মেয়ে। অভিযুক্ত সাদিয়া আফরিন আলভি তাদের বড় মেয়ে ও নিহতের আপন বড় বোন।