ব্রাহ্মণপাড়া দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা

মোঃ শরিফ খান আকাশ।।
“দুর্ভোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ব্রাহ্মণপাড়ার আয়োজনে সেমবার (১০ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ও মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই ও) কামাল উদ্দিন, উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, উপজেলা কৃষি অফিসার মাসুদ রানা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রোনাক জাহান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ব্রাহ্মণপাড়া উপসহকারী প্রকৌশলী জাহিদ হাসান।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বুড়িচং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন মাস্টার কফিল উদ্দিনের নেতৃত্বে একদল ফায়ার সার্ভিস এর লোকজন আগুন নিভানো ও বিভিন্ন বিল্ডিং থেকে দুর্যোগের সময় উদ্ধার এবং অন্যান্য কলাকৌশলী ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীদের মাঝে প্রদর্শন করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page