০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত শাহরাস্তিতে খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুমিল্লার হোমনায় একই পরিবারের তিন সদস্যের আইটিপি সাফল্য কুমিল্লা সাবেক-৯ আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ; যান চলাচল বন্ধ কুমিল্লায় মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, একই পরিবারের ৭ জন নিহত যারা নিজেদের স্বার্থে জনগণকে বঞ্চিত করে, তাদের বিএনপিতে ঠাঁই নেই -ইঞ্জিনিয়ার মমিনুল হক শাহরাস্তিতে গণঅভ্যুত্থান দিবসের র‍্যালিতে অংশ নিতে এসে যুবদল নেতার মৃত্যু চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বিএনপি এক-তৃতীয়াংশ আসন পেয়ে জয় লাভ করবে: ড. খন্দকার মারুফ হোসেন

মরুর দেশ আমিরাতে নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে শারদীয় দুর্গাপূজা

  • তারিখ : ০৪:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
  • 4

সাগর দেবনাথ, সংযুক্ত আরব আমিরাত থেকে।।
নানা আয়োজনের মধ্য দিয়ে আমিরাতের বিভিন্ন প্রদেশে শারদীয় দুর্গা পূজার উৎসব চলছে।

আমিরাতের রাজধানী আবুদাবি শিল্পনগরী মোছাফ্ফা সানিয়াতে আবুধাবি প্রবাসী পরিবার বর্গ ও সনাতনীবৃন্দদের সার্বজনীন পূজা অল হুব স্পোটিং ক্লাব, আল আইন মরুতীর প্রবাসী গীতা সংঘ মন্দিরে, আল আইন প্রবাসী সনাতনীদের উদ্যোগে ডানার্ট রিসোর্ট আল আইন ফাইভ স্টার হোটেল বলরুমে, আল আইন লোকনাথ মন্দিরের উদ্যোগে সার্বজনীন দুর্গাপূজা ওয়েডিং হলরুমে, শারজা শিবশঙ্কর মন্দির আল নাহাদা গ্র্যান্ড ফাইভ স্টার হোটেল বলরুমে, শারজা গীতার সংঘের উদ্যোগে মোবারক সেন্টার হল রুমে, রাস আল খাইমা রাধামাধব মন্দির সহ বিভিন্ন জায়গায় মাটি তৈরি এবং থ্রিডি বোর্ডের মাধ্যমে প্রতিমা বানিয়ে পূজার আয়োজন চলছে।

পঞ্চমীতে খুশির আমেজ, ষষ্ঠীতে বোধন, সপ্তমীতে নাচানাচি, অষ্টমীতে ভোজন, নবমীতে ঘুরে ফিরে হাঁপিয়ে লোকজন, দশমীতে বিদায় সুরে কাঁদে সবার মন।

প্রতিবছরের ন্যায় এ বছর ও শ্রী শ্রী সার্বজনীন শারদীয় দূ্র্গাৎসব উদযাপন করেছেন প্রবাসী সনাতনীরা। ষষ্টী থেকে দশমী প্রতিদিন মায়ের পূজা, অর্ঘ্যদান, ও পুষ্পাঞ্জলি দেওয়া হবে। ভোর ৫ টা থেকে পূজার শুভারম্ভ হবে অনুষ্ঠানের মধ্যে শিশুদের নাচ গান, কবিতা আবৃত্তি, গীতা পাঠ চন্ডীপাঠ প্রসাদ বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন চলছে। সকল ঘ্লানি মুছে সকল জরা মুছে সকল রোগ শোক কষ্ট মুছে নতুন দিনের সূচনা হোক সবার জীবন৷

মরুর দেশ আমিরাতে নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে শারদীয় দুর্গাপূজা

তারিখ : ০৪:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২

সাগর দেবনাথ, সংযুক্ত আরব আমিরাত থেকে।।
নানা আয়োজনের মধ্য দিয়ে আমিরাতের বিভিন্ন প্রদেশে শারদীয় দুর্গা পূজার উৎসব চলছে।

আমিরাতের রাজধানী আবুদাবি শিল্পনগরী মোছাফ্ফা সানিয়াতে আবুধাবি প্রবাসী পরিবার বর্গ ও সনাতনীবৃন্দদের সার্বজনীন পূজা অল হুব স্পোটিং ক্লাব, আল আইন মরুতীর প্রবাসী গীতা সংঘ মন্দিরে, আল আইন প্রবাসী সনাতনীদের উদ্যোগে ডানার্ট রিসোর্ট আল আইন ফাইভ স্টার হোটেল বলরুমে, আল আইন লোকনাথ মন্দিরের উদ্যোগে সার্বজনীন দুর্গাপূজা ওয়েডিং হলরুমে, শারজা শিবশঙ্কর মন্দির আল নাহাদা গ্র্যান্ড ফাইভ স্টার হোটেল বলরুমে, শারজা গীতার সংঘের উদ্যোগে মোবারক সেন্টার হল রুমে, রাস আল খাইমা রাধামাধব মন্দির সহ বিভিন্ন জায়গায় মাটি তৈরি এবং থ্রিডি বোর্ডের মাধ্যমে প্রতিমা বানিয়ে পূজার আয়োজন চলছে।

পঞ্চমীতে খুশির আমেজ, ষষ্ঠীতে বোধন, সপ্তমীতে নাচানাচি, অষ্টমীতে ভোজন, নবমীতে ঘুরে ফিরে হাঁপিয়ে লোকজন, দশমীতে বিদায় সুরে কাঁদে সবার মন।

প্রতিবছরের ন্যায় এ বছর ও শ্রী শ্রী সার্বজনীন শারদীয় দূ্র্গাৎসব উদযাপন করেছেন প্রবাসী সনাতনীরা। ষষ্টী থেকে দশমী প্রতিদিন মায়ের পূজা, অর্ঘ্যদান, ও পুষ্পাঞ্জলি দেওয়া হবে। ভোর ৫ টা থেকে পূজার শুভারম্ভ হবে অনুষ্ঠানের মধ্যে শিশুদের নাচ গান, কবিতা আবৃত্তি, গীতা পাঠ চন্ডীপাঠ প্রসাদ বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন চলছে। সকল ঘ্লানি মুছে সকল জরা মুছে সকল রোগ শোক কষ্ট মুছে নতুন দিনের সূচনা হোক সবার জীবন৷