০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ

মরুর দেশ আমিরাতে নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে শারদীয় দুর্গাপূজা

  • তারিখ : ০৪:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
  • 47

সাগর দেবনাথ, সংযুক্ত আরব আমিরাত থেকে।।
নানা আয়োজনের মধ্য দিয়ে আমিরাতের বিভিন্ন প্রদেশে শারদীয় দুর্গা পূজার উৎসব চলছে।

আমিরাতের রাজধানী আবুদাবি শিল্পনগরী মোছাফ্ফা সানিয়াতে আবুধাবি প্রবাসী পরিবার বর্গ ও সনাতনীবৃন্দদের সার্বজনীন পূজা অল হুব স্পোটিং ক্লাব, আল আইন মরুতীর প্রবাসী গীতা সংঘ মন্দিরে, আল আইন প্রবাসী সনাতনীদের উদ্যোগে ডানার্ট রিসোর্ট আল আইন ফাইভ স্টার হোটেল বলরুমে, আল আইন লোকনাথ মন্দিরের উদ্যোগে সার্বজনীন দুর্গাপূজা ওয়েডিং হলরুমে, শারজা শিবশঙ্কর মন্দির আল নাহাদা গ্র্যান্ড ফাইভ স্টার হোটেল বলরুমে, শারজা গীতার সংঘের উদ্যোগে মোবারক সেন্টার হল রুমে, রাস আল খাইমা রাধামাধব মন্দির সহ বিভিন্ন জায়গায় মাটি তৈরি এবং থ্রিডি বোর্ডের মাধ্যমে প্রতিমা বানিয়ে পূজার আয়োজন চলছে।

পঞ্চমীতে খুশির আমেজ, ষষ্ঠীতে বোধন, সপ্তমীতে নাচানাচি, অষ্টমীতে ভোজন, নবমীতে ঘুরে ফিরে হাঁপিয়ে লোকজন, দশমীতে বিদায় সুরে কাঁদে সবার মন।

প্রতিবছরের ন্যায় এ বছর ও শ্রী শ্রী সার্বজনীন শারদীয় দূ্র্গাৎসব উদযাপন করেছেন প্রবাসী সনাতনীরা। ষষ্টী থেকে দশমী প্রতিদিন মায়ের পূজা, অর্ঘ্যদান, ও পুষ্পাঞ্জলি দেওয়া হবে। ভোর ৫ টা থেকে পূজার শুভারম্ভ হবে অনুষ্ঠানের মধ্যে শিশুদের নাচ গান, কবিতা আবৃত্তি, গীতা পাঠ চন্ডীপাঠ প্রসাদ বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন চলছে। সকল ঘ্লানি মুছে সকল জরা মুছে সকল রোগ শোক কষ্ট মুছে নতুন দিনের সূচনা হোক সবার জীবন৷

error: Content is protected !!

মরুর দেশ আমিরাতে নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে শারদীয় দুর্গাপূজা

তারিখ : ০৪:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২

সাগর দেবনাথ, সংযুক্ত আরব আমিরাত থেকে।।
নানা আয়োজনের মধ্য দিয়ে আমিরাতের বিভিন্ন প্রদেশে শারদীয় দুর্গা পূজার উৎসব চলছে।

আমিরাতের রাজধানী আবুদাবি শিল্পনগরী মোছাফ্ফা সানিয়াতে আবুধাবি প্রবাসী পরিবার বর্গ ও সনাতনীবৃন্দদের সার্বজনীন পূজা অল হুব স্পোটিং ক্লাব, আল আইন মরুতীর প্রবাসী গীতা সংঘ মন্দিরে, আল আইন প্রবাসী সনাতনীদের উদ্যোগে ডানার্ট রিসোর্ট আল আইন ফাইভ স্টার হোটেল বলরুমে, আল আইন লোকনাথ মন্দিরের উদ্যোগে সার্বজনীন দুর্গাপূজা ওয়েডিং হলরুমে, শারজা শিবশঙ্কর মন্দির আল নাহাদা গ্র্যান্ড ফাইভ স্টার হোটেল বলরুমে, শারজা গীতার সংঘের উদ্যোগে মোবারক সেন্টার হল রুমে, রাস আল খাইমা রাধামাধব মন্দির সহ বিভিন্ন জায়গায় মাটি তৈরি এবং থ্রিডি বোর্ডের মাধ্যমে প্রতিমা বানিয়ে পূজার আয়োজন চলছে।

পঞ্চমীতে খুশির আমেজ, ষষ্ঠীতে বোধন, সপ্তমীতে নাচানাচি, অষ্টমীতে ভোজন, নবমীতে ঘুরে ফিরে হাঁপিয়ে লোকজন, দশমীতে বিদায় সুরে কাঁদে সবার মন।

প্রতিবছরের ন্যায় এ বছর ও শ্রী শ্রী সার্বজনীন শারদীয় দূ্র্গাৎসব উদযাপন করেছেন প্রবাসী সনাতনীরা। ষষ্টী থেকে দশমী প্রতিদিন মায়ের পূজা, অর্ঘ্যদান, ও পুষ্পাঞ্জলি দেওয়া হবে। ভোর ৫ টা থেকে পূজার শুভারম্ভ হবে অনুষ্ঠানের মধ্যে শিশুদের নাচ গান, কবিতা আবৃত্তি, গীতা পাঠ চন্ডীপাঠ প্রসাদ বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন চলছে। সকল ঘ্লানি মুছে সকল জরা মুছে সকল রোগ শোক কষ্ট মুছে নতুন দিনের সূচনা হোক সবার জীবন৷