মনির খাঁন।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর কুমিল্লার মুরাদনগর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) বিকেলে উপজেলা সদরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ টুর্নামেন্ট দেশে ফুটবলের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের ছেলে-মেয়েরা ফুটবল খেলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে। এ টুর্নামেন্টের মাধ্যমে আমরা আগামীর সম্ভাবনাময় ফুটবলারদের খুঁজে পাবো। সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা শরীর ও মন ভালো রাখে এবং তরুণীদের মাদক থেকে দূরে রাখে।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলাউদ্দিন ভূঞা জনীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর সদর ইউপির চেয়ারম্যান কাজী তুফরীজ এটন, নবীপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, রামচন্দ্রপুর দ: ইউপির চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, সহ-সভাপতি ও ধনীরামপুর ডিডিএসওয়াই উচ্চ বিদ্যালয়ের সভাপতি বেলাল উদ্দিন আহমেদ, মুরাদনগর উপজেলা স্কাউটের সম্পাদক ফরিদ উদ্দিন, একটি বাড়ি একটি খামারের ব্যবস্থাপক আফজালুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ প্রমুখ।
মুরাদনগর উপজেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে।উদ্বোধনী খেলায় মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদ বালক দল দুই-এক গোলে টনকী ইউনিয়ন পরিষদ বালক দলকে পরাজিত করে।
আরো দেখুন:You cannot copy content of this page