মো. জাকির হোসেন।।
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর উদ্যোগে ২নং ওয়ার্ডের মিথলমা গ্রামের কাঁচা রাস্তার সংস্কার কাজ এগিয়ে চলছে।
গত দুই দিন ধরে ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ জাকির হোসেন এর তত্ত্বাবধানে মিথলমা গ্রামের নাজির আলী ফকির বাড়ি হতে পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত কাঁচা রাস্তায় মাটি ফেলে সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় ইউপি সদস্য।
মোকাম ইউনিয়ন পরিষদ উদ্যোগে কাবিখা প্রকল্পের আওতায় কাঁচা রাস্তার সংস্কার কাজ চলছে। এই কাঁচা রাস্তার সভাপতি সাংবাদিক মোঃ জাকির হোসেন মেম্বার, সেক্রেটারি সংরক্ষিত মহিলা সদস্য শিল্পী আক্তার।
বৃহস্পতিবার কাঁচা রাস্তার সংস্কার কাজ পরিদর্শন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী, ইউপি সচিব মোঃ লিয়াকত আলী, সদস্য সাংবাদিক মো জাকির হোসেন, ইউপি সদস্য মোঃ শাহ আলম, মহিলা সদস্য শিল্পী আক্তার। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণির পেশার লোকজন উপস্থিত ছিলেন।